বাসে বিএম কলেজছাত্রী লাঞ্ছিত, বাস শ্রমিক-শিক্ষার্থী পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর
Published: 28th, January 2025 GMT
বাস ভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বাস টার্মিনালে চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবী জানিয়েছেন। তবে সড়ক অবরোধের আগে ছাত্রী হেনস্থার প্রতিবাদ জানাতে গেলে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সড়ক অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কসহ বিভাগের অভ্যন্তরীণ ৬টি রুটে সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে। আটকা পড়েছে শত শত যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছেছে। আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রক হলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। ৫ আগস্টের পর তিনি এ টার্মিনাল কেন্দ্রিক বাস মালিকদের সংগঠন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি হন।
শিক্ষার্থীদের দাবী, বিএম কলেজের এক ছাত্রী মঙ্গলবার ঝালকাঠি থেকে বাসে বরিশালে যাচ্ছিলেন। শিক্ষার্থী হিসাবে তিনি হাফ ভাড়া দেন। এ নিয়ে সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
ছাত্রী অভিযোগ করেন, তাকে হেনস্থা করেছে বাস শ্রমিকরা। তিনি ঘটনাটি বিএম কলেজে সহপাঠীদের জানান। বিকেলে বিএম কলেজের একদল শিক্ষার্থী এর প্রতিবাদ জানাতে রূপাতলী বাস টার্মিনালে যান। তখন দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা হয়।
বাস শ্রমিকদের অভিযোগ, শিক্ষার্থীরা শ্রমিক ইউনিয়ন অফিস ও কয়েকটি বাস ভাঙচুর করেছে।
শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, সহপাঠী লাঞ্ছিত হওয়ায় প্রতিবাদ জানাতে তারা রূপাতলীতে যান। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। টার্মিনালের কারো সঙ্গে কথা বলেননি। উল্টো শ্রমিকরা লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে তিন শিক্ষার্থী আহত হন।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, শিক্ষার্থীরা হামলা-ভাঙচুর ও সড়ক অবরোধ করে জনদূর্ভোগ সৃষ্টি করেছেন। তারা সেটা না করে মালিক সমিতিতে অভিযোগ দিলে সমিতি যথাযথ ব্যবস্থা নিত।
শিক্ষার্থীদের ৮ দফা গুলো হচ্ছে- ছাত্রীকে হেনস্থাকারী বাস শ্রমিকদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, হামলায় আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া, বরিশাল বিভাগের সকল রুটে আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর, আর কোনো বাসে শিক্ষার্থী হেনস্তা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল ও কর্মচারীকে আইনের আওতায় আনা, দ্রুত সময়ের মধ্যে বাস মালিক সমিতিতে নির্বাচিত কমিটি গঠন, আধুনিক বাস সেবা ও ডিজিটাল ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রশিক্ষিত চালক নিয়োগ এবং বাস টার্মিনালে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল সড়ক অবর ধ সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০
টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মাদকবিক্রেতা, মাদকসেবী ও অন্যান্য অপরাধী বলে জানানো হয়েছে। এদের কাছ থেকে নগদ টাকা, মাদক ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথবাহিনীর সহায়তায় টঙ্গির মাজার বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্যরা, র্যাব, জিএমপি পুলিশ অংশ নেয়। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, “অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রেজাউল/টিপু