মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করলো গুগল
Published: 28th, January 2025 GMT
মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্রে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখবে গুগল ম্যাপ। ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের পর গুগল এ তথ্য নিশ্চিত করেছে বলে মঙ্গলবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল ম্যাপে মেক্সিকোতে মেক্সিকো উপসাগর হিসেবেই রাখা হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্রে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখা হবে। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বাইরের ব্যবহারকারীরা গুগল ম্যাপে উভয় নামই দেখতে পাবেন। এছাড়াড় ২০ জানুয়ারি ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী, উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু পর্বত আলাস্কার শৃঙ্গ ডেনালিও মার্কিন যুক্তরাষ্ট্রে মাউন্ট ম্যাককিনলেতে পরিবর্তিত হবে।
সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠান এক্স-এ এক পোস্টে গুগল বলেছে, “সরকারি কর্মকর্তারা আপডেট করার পর নাম পরিবর্তনের একটি দীর্ঘস্থায়ী রীতি আমাদের রয়েছে।”
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং অন্যান্য অঞ্চলের জন্য নামের ভিন্নতা প্রসঙ্গে গুগল বলেছে, “যখন সরকারি নাম দেশগুলোর মধ্যে পরিবর্তিত হয়, তখন মানচিত্র ব্যবহারকারীরা তাদের সরকারি স্থানীয় নাম দেখতে পান। পৃথিবীর বাকি সবাই দুটি নামই দেখেন। এটা এখানেও প্রযোজ্য।”
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরেই ঝড়ের মতো যেসব নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প, এই নাম পরিবর্তন তারই অংশ।
গত সপ্তাহে এক বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র বিভাগ বলেছে, “প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে, মেক্সিকো উপসাগর এখন আনুষ্ঠানিকভাবে আমেরিকা উপসাগর নামে পরিচিত হবে এবং উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গটি আবারও মাউন্ট ম্যাককিনলে নামে পরিচিত হবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বরবাদ নিয়ে স্রেফ ভুল বোঝাবুঝি হয়েছিল: ডিওপি শৈলেশ
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে রয়েছে শাকিব খান অভিনীত এই সিনেমা। মুক্তির সপ্তম দিনে সিনেমাটির ভারতীয় ডিওপি শৈলেশ আওয়াস্থি তার ক্রেডিট না দেওয়ার অভিযোগ এনে পরিচালকের পোস্টে মন্তব্য করেন।
শৈলেশ আওয়াস্থির ভাষ্য ছিল, পরিচালক মেহেদী হাসান হৃদয় ক্রেডিট লাইনে তার নাম রাখেননি! এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। তবে বিষয়টিকে এখন ‘স্রেফ ভুল বোঝাবুঝি’ বলে মন্তব্য করেছেন শৈলেশ।
এ নিয়ে শৈলেশ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শৈলেশ। পরিচালক ও প্রযোজকের সঙ্গে একাধিক ছবি দিয়ে তিনি লেখেন, “পরিচালক হৃদয় আমার ছোট ভাই। একটি ভুল যোগাযোগের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, যা সম্পূর্ণরূপে সমাধান করা হয়েছে। আমরা পরিবারের মতো। তাই পরিবারের মধ্যে মত-বিরোধ থাকতে পারে। কিন্তু পরের মুহূর্তেই আমরা ভাইয়ের মতো বসে খাবার ভাগাভাগি করি। এটাই আমাদের বন্ধন।”
আরো পড়ুন:
‘বরবাদ’ সিনেমা নিয়ে ভারতীয় সিনেমাটোগ্রাফারের চাঞ্চল্যকর তথ্য
‘চাঁদ মামা’ গানে শেহতাজের নানির নাচ (ভিডিও)
অনুরোধ জানিয়ে শৈলেশ লেখেন, “দুর্ভাগ্যবশত কিছু ব্যক্তি তাদের নিজস্ব সুবিধার জন্য পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমি সকলকে অনুরোধ করছি, দয়া করে, বরবাদ চলচ্চিত্রটিকে ঘিরে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করবেন না। আমি গর্বের সাথে বরবাদের সাথে ডিওপি হিসেবে যুক্ত থেকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে আমার কাজ করছি।”
“একজন ডিওপি-এর ভূমিকা স্বাভাবিকভাবেই সৃজনশীল ইনপুট দিয়ে থাকে যা কাজের অংশ। তাই আসুন যেটি ছড়িয়েছে সেটি গুজব পর্যন্ত রাখা হোক। পরিচালক হিসেবে হৃদয় একটি দুর্দান্ত কাজ করেছেন এবং আমি তার প্রচেষ্টাকে আন্তরিকভাবে সম্মান করি।” লেখেন শৈলেশ।
সবশেষে প্রযোজককে ধন্যবাদ দিয়ে শৈলেশ লেখেন, “আমাদের প্রযোজক শারমিন এবং আজিম ভাইকে বিশেষ ধন্যবাদ তারা পুরো চিত্রগ্রহণ প্রক্রিয়া জুড়ে মা এবং বাবার মতো আমাদের সমর্থন করেছেন। তাদের আস্থা এবং যত্ন আমাদের বড় স্বপ্ন দেখতে এবং জীবনের চেয়েও বড় একটি চলচ্চিত্র তৈরি করতে সাহায্য করেছে। অনলাইন মিডিয়ার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে গুজব ছড়াবেন না বা সস্তা প্রচারের জন্য বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আসুন আমরা সবাই ঐক্য, সৃজনশীলতা এবং সিনেমার প্রতি ভালোবাসার চেতনায় একসাথে কাজ করি। বাংলা সিনেমা দীর্ঘজীবী হোক।”
এদিকে, মুক্তির পর থেকে সারাদেশে রেকর্ড পরিমাণ ব্যবসা করছে ‘বরবাদ’। রাজধানীসহ দেশের সব সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে মুক্তির সাত দিন পরও টিকিটের জন্য দর্শকদের চাপ দেখা যাচ্ছে।
ঢাকা/রাহাত/শান্ত