ইসলামী ব্যাংকের ৩৩০০ কোটি টাকা আত্মসাৎ: কর্মকর্তাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা
Published: 28th, January 2025 GMT
ইসলামী ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা, জুবিলী রোড শাখা ও চাকতাই শাখা হতে নামে বেনামে ঋণ গ্রহণের নামে ভুয়া কাগজপত্র দিয়ে প্রায় ৩৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের পরিচালক আহসানুল আলমসহ মোট ৫২ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
আসামিরা হলেন-১.
আরো পড়ুন:
লোগো ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি হলেন
১৯. এ.এ.এম হাবিবুর রহমান, এসইভিপি, এএমডি এবং সদস্য ইনভেস্টমেন্ট কমিটি ২০. মোহাম্মদ সাঈদ উল্লাহ, এসইভিপি, এএমডি এবং সদস্য, ইনভেস্টমেন্ট কমিটি ২১. মো. ওমর ফারুক খান, এএমডি, আইবিডব্লিউ এবং সদস্য, ইনভেস্টমেন্ট কমিটি ২২. জে, কিউ, এম হাবিবুল্লাহ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সদস্য, আইসি-১ ২৩. মুহাম্মদ কায়সার আলী, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আহবায়ক, আইসি-১ ২৪. মোহাম্মদ আলী, সাবেক ডিএমডি (সিআরও), আরএমডব্লিও, (বিনিয়োগ কমিটি-১ এর সদস্য) ২৫. মো. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সাবেক ডিএমডি (সিএইচআরও) ও সদস্য, আইসি-১ ২৬. মো. আলতাফ হোসেন, সাবেক এসইভিপি, আইএমডব্লিও, বর্তমানে এএমডি ও সদস্য আইসি-১ ২৭. মোহাম্মদ সাব্বির, সাবেক ডিএমডি, আইটি ডব্লিউ ও সদস্য, বিনিয়োগ কমিটি-১ ২৮. জি. এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এসইভিপি, সিআইডব্লিও-২ ও সদস্য সচিব বিনিয়োগ কমিটি-১ ২৯. মিফতাহ উদ্দিন, সাবেক ডিএমডি ৩০. মোহাম্মদ উল্লাহ, সাবেক এসইভিপি (আইএম ডব্লিউ) ও সদস্য, বিনিয়োগ কমিটি-১ ৩১. আবুল ফাইয়াজ মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক ডিএমডি ও সদস্য, আইসি-১।
৩২. মো. রফিকুল ইসলাম, সাবেক এসইভিপি, বর্তমানে উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইটিডব্লিও ও সদস্য আইসি-১ ৩৩. মো. ফরিদ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিনিয়োগ প্রশাসন বিভাগের (আইএডি) প্রধান ও সদস্য, বিনিয়োগ কমিটি-১ ৩৪. কাজী মো. রেজাউল করিম, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (চুক্তি ভিত্তিক) ও সদস্য, আইসি-১ ৩৫. খালেদ মাহমুদ রায়হান, সাবেক ভাইস প্রেসিডেন্ট, কর্পোরেট ইনভেস্টমেন্ট বিভাগ, বর্তমান পদবী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ৩৬. মোহাম্মদ ইহসানুল ইসলাম, ভিপি ও সাবেক শাখা প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পাহাড়তলী শাখা, চট্টগ্রাম ৩৭. মো. মনজুর হাসান, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাকতাই শাখা, চট্টগ্রাম ৩৮. মুহাম্মদ সিরাজুল কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা প্রধান।
৩৯. মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, এসএভিপি, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন (সিআইডি-১) (৪-৩৯ নম্বর ক্রমিকের সবাই ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এর কর্মকর্তা) ৪০. মো. ছাদেকুর রহমান, প্রোপাইটর, দুলারি এন্টারপ্রাইজ ৪১. মো. মুছা চৌধুরী, প্রোপাইটর: মুছা এন্টারপ্রাইজ ৪২. মোহাম্মদ রফিক, প্রোপাইটর: এমএম কর্পোরেশন ৪৩. এস এম নেছার উল্লাহ, প্রোপাইটর, অ্যাপার্চার ট্রেডিং হাউজ ৪৪. আরশাদুর রহমান চৌধুরী, ফেমাস ট্রেডিং কর্পোরেশন, ৪৮/এ/০৩ (গ্রাউন্ড ফ্লোর) ৪৫. মোহাম্মদ রাশেদুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড ৪৬. মোহাম্মদ আব্দুস সবুর, পরিচালক, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লি. ৪৭. আনছারুল আলম চৌধুরী, প্রোপাইটর, আনছার এন্টারপ্রাইজ ৪৮. রায়হান মাহমুদ চৌধুরী, প্রোপাইটর, রেইনবো কর্পোরেশন ৪৯. এরশাদ উদ্দিন, প্রোপাইটর, কোস্টলাইন ট্রেডিং হাউজ ৫০. এম এ মোনায়েম, প্রোপাইটর, গ্রীন এক্সপোজ ট্রেডার্স ৫১. মো. গোলাম কিবরিয়া চৌধুরী, স্বত্বাধিকারী, ইউনাইটেড সুপার ট্রেডার্স এবং ৫২. সহিদুল আলম, প্রোপাইটর, সোনালী ট্রেডার্স।
দুদক জানায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, প্রতারণায় ইসলামী মাধ্যমে ব্যাংক বাংলাদেশ পিএলসি, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম হতে ০৩.১০.২০২৪ পর্যন্ত আটশত সাতাশ কোটি বিয়াল্লিশ লাখ পনের হাজার চারশ পঁচিশ টাকা (মুনাফাসহ ৯১৮.৫৭.৫৪.৭১৮/-টাকা) বিনিয়োগকৃত আত্মসাৎসহ অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর/স্থানান্তর রূপান্তরের মানিলন্ডারিং অপরাধ।
আসামিদের বিরুদ্ধে ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭৩/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ৪৪ (৩) ধারা আনা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ন য় গ কম ট ল দ শ প এলস স ব ক ড এমড ক ও সদস য র রহম ন ইসল ম ল আলম
এছাড়াও পড়ুন:
গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে, বন্ধ মানবিক সহায়তাও
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘরবাড়ি ও তাঁবুর মতো আশ্রয়কেন্দ্রও ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না। বেসামরিক ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার দেশটি। পাশাপাশি আট সপ্তাহ ধরে উপত্যকায় খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রী প্রবেশ বন্ধ করে রেখেছে। এ পরিস্থিতিকে জাতিসংঘ সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে।
আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, বুধবার রাতভর এবং বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাতের কাছে একটি তাঁবুতে তিন শিশু এবং গাজা শহরের একটি বাড়িতে এক নারী ও চার শিশু নিহত হয়েছেন। সাম্প্রতিক এক হামলায় স্থানীয় সাংবাদিক সাঈদ আবু হাসানাইনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ২৩২ সাংবাদিক নিহত হলেন।
গাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযুম বলেন, অবরুদ্ধ উপত্যকা স্পষ্টতই ইসরায়েলি সেনা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান মানবিক সংকটের সাক্ষী হচ্ছে। এখানকার অক্ষত ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বেশির ভাগ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধারকারীরাও অসহায় হয়ে পড়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের কাছে পৌঁছানোর জন্য তাদের হিমশিম খেতে হচ্ছে।
অধিকৃত পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ‘ইসরায়েলের আক্রমণের কোনো বিরতি নেই, কোনো করুণা নেই, কোনো মানবতা নেই।’
প্রায় দুই মাস ধরে ইসরায়েল ত্রাণ সহায়তা অবরোধ করে রাখায় গাজার মানবিক সংকট আরও তীব্র হয়েছে। এটিকে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিসের ভারপ্রাপ্ত প্রধান ‘ফিলিস্তিনি জীবনের ইচ্ছাকৃত ধ্বংসাবশেষ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, গাজা উপত্যকা এখন সম্ভবত ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর ১৮ মাসের মধ্যে সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অপুষ্টির সম্মুখীন নারী ও শিশুদের বিপজ্জনক ও বিপর্যয়কর ক্ষতির কথা তুলে ধরেছে। তারা অনেকেই পর্যাপ্ত খাবার, পানীয় জল এবং শিশুর খাবারের অভাবের মুখোমুখি হয়েছে। ইসরায়েলের গাজায় সাহায্য পাঠাতে অব্যাহত অস্বীকৃতি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক আদালতের একটি আদেশকে লঙ্ঘন করে। সেই আদেশে দুর্ভিক্ষ ও অনাহার রোধে জরুরি ভিত্তিতে উপত্যকায় সাহায্য পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে রাখা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) আগামী সপ্তাহে হেগে অনুষ্ঠিত গণশুনানির একটি সূচি প্রকাশ করেছে। সেখানে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘ, এনজিওর কার্যকলাপকে অনুমতি দেওয়ার বিষয়ে ইসরায়েলের আইনি বাধ্যবাধকতা নিয়ে আলোচনা করা হবে। আগামী সোমবার শুরু হতে যাওয়া এ শুনানির আগে প্রায় ৪৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা লিখিত বিবৃতি জমা দিয়েছে।
হাসপাতাল সূত্র আলজাজিরাকে জানিয়েছে, বুধবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। এ নিয়ে গত ১৮ মাসে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ হাজার ৩০৫ জন নিহত এবং ১ লাখ ১৭ হাজার ৯৬ জন আহত হয়েছেন।