নড়াইলে গ্রাম আদালতে ৬৪১ মামলা নিষ্পত্তি
Published: 28th, January 2025 GMT
নড়াইলে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে ৬৪১টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দেওয়ানি ৪১১টি ও ফৌজদারি ২৩০টি। এ সব মামলায় ক্ষতিপূরণ আদায় হয়েছে ৫৩ লাখ ৫৪ হাজার ৪১৮ টাকা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অংশীজন নিয়ে কর্মশালায় এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান।
এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, ওমর ফারুক, জেসমিন নাহার প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা অংশ নেন। গ্রাম আদালত কীভাবে আরো কার্যকরী করা যায়, সেই বিষয়ে গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন পরামর্শ দেন।
আরো পড়ুন:
সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা দস্তগীর বরখাস্ত
বিমানবন্দরের ৮১২ কোটি টাকা আত্মসাৎ: তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা/শরিফুল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ফাইল ছবি: প্রথম আলো