ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, বিএনপির ২ নেতা বহিষ্কার
Published: 28th, January 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান ফকির এবং সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্যটি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মজিবুর রহমান মোল্লা এবং আয়াত উল্লাহকে দল থেকে প্রাথমিক সদস্যপদ বাতিলসহ বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না। বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও অনুরোধ করা হয়েছে।
এর আগে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়নপুর বাজার রিদিশা কারখানার সামনে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। এছাড়া পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বহিষ্কৃত এ দুই নেতার নির্দেশে গাজীপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা আক্রমণের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়।
এর আগে, সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় এক পক্ষ লাঠিসোঁটা নিয়ে রিদিশা কারখানার সামনে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
এ বিষয়ে বহিষ্কৃত ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ বলেন, “আক্তার মাস্টার লোকজন পাঠিয়ে গণ্ডগোল সৃষ্টি করে। সে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার হাতে ক্ষমতা আছে। তাই আমাদের বহিষ্কার করেছে। দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি পক্ষের লোকজনকে বহিষ্কার করা হয়েছে।”
এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার বলেন, “গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার রিদিশা কারখানার সামনে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার জন্য ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।”
ঢাকা/রফিক/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ড ব এনপ র স গ জ প র ইউন ঝ ট ব যবস স ঘর ষ উপজ ল র ঘটন
এছাড়াও পড়ুন:
কান উৎসবের মনোনয়নে চমক
ঘোষণা করা হলো ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত সিনেমাগুলোর তালিকা। গতকাল বৃহস্পতিবার রাতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে এবারের উৎসবে মনোনীত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করেন উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও আর্টিস্টিক পরিচালক ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো। খবর এএফপির
সংবাদ সম্মেলনে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ ছাড়াও যৌন নিপীড়ন নিয়ে ফ্রান্স সরকারের কঠোর অবস্থান তুলে ধরা হয়। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা কীভাবে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ছয়টির পরিচালক নারী। তবে সবচেয়ে বড় চমক মূল প্রতিযোগিতা বিভাগে কোনো কোরীয় সিনেমা না থাকা। ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা।
৭৮তম কান উৎসব অবশ্য অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে দুই ভূমিকাতেই পাওয়া যাবে।
স্কারলেট জোহানসন