নারায়ণগঞ্জে তাহরীকে খাতমে নুবুওয়্যাত’র মতবিনিময় সভা অনষ্ঠিত
Published: 28th, January 2025 GMT
তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে আলী আহমাদ চুনকা পাঠাগারের অডিটোরিয়ামে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমির আল্লামা মুফতি ড.
তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মুফতি হযরত মাওলানা এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আরো উপস্থিত ছিলেন, তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রমিজ উদ্দিন বুলেট, সহ-সভাপতি আজহার উদ্দিন, আবদুল আজিজ, সফিক মাহমুদ, হারিছ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলান সাইফ উদ্দিন আল মাহাদী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনী, মোহাম্মদ জুম্মান মিয়া, সিহাব আল মামুন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিফাত, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ হারিছ উদ্দিন তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোঃ আবু সুফিয়ান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মুক্তালিব, সহ-সভাপতি আব্দুল কাদির, আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আফজাল হুসাইন, মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রিপন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আবু তোরাব, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল জলিল, অর্থ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক হাফেজ সোলাইমান, সহ প্রচার সম্পাদক আবজাল হোসাইন, দাওয়াহ বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, সহ অফিস সম্পাদক হানিফ মিয়া, সালাউদ্দিন মামুন, আবুল হেসেম বেপারী প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল দ শ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।