বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সাথে মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন এর বোর্ড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি ফাবেলাসহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, টেলিকম খাতের চ্যালেঞ্জ ও বাংলালিংকের ব্যবসা প্রসারে ভিওনের পরিকল্পনা বিষয়ে আলোচনায় অংশ নেন।

এ সময় বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, ভিওনের গ্রুপ সিইও কান তেরজিওগুলু, ভিওন পরিচালনা বোর্ডের সদস্য স্যার ব্রান্ডন লুইস, কর্পোরেট অ্যাফেয়ার্স বিষয়ক গ্রুপ ডিরেক্টর মেরিন বাবায়ান, ডিরেক্টর অব গর্ভমেন্ট রিলেশনস হিউ বেনেট, সিনিয়র অ্যাডভাইজর ও নন-এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মেথিউ গালভানি, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ লিগ্যাল অফিসার ও কোম্পানি সচিব জহরাত আদিব চৌধুরী ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিষয়ক উপ-পরিচালক মোস্তফা কামাল মাসুদ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ

ঢাকা/হাসান/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ট আরস ব ট আরস

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ