বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক নির্বাচিত হয়েছেন সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে বোর্ড সভায় তাকে পরিচালক পদে নির্বাচিত করা হয়। গত রোববার বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানিয়েছেন। 

দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ ৮০ এর দশক থেকে হবিগঞ্জের নোয়াপাড়ায় পরিবেশবান্ধব সায়হাম টেক্সটাইল মিলস, সায়হাম কটন মিলস, ফয়সল স্পিনিং মিলস, সায়হাম নীট কম্পোজিটসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প কারখানা পরিচালনা করছেন।

প্রসঙ্গত বাংলাদেশ সুতা প্রস্তুতকারক, বস্ত্রকল,ও নির্মাতাদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি হল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এই সমিতি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৪ সালে কোম্পানি আইনানুসারে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক এন্ড ফার্ম অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। এটি দুই বছর মেয়াদে ২৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালক পর্ষদ দ্বারা পরিচালিত হয়।এতে ১ জন সভাপতি ও ৩ জন সহসভাপতি রয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর চ ল

এছাড়াও পড়ুন:

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।

রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ