বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে বলে জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্রাজিল বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে। কৃষি নিয়ে আলোচনা হয়েছে। আর খেলাধুলার স্পন্সরের ব্যাপারে আমরা আলোচনা করেছি, ব্রাজিলের কোচ এনে এখানে ফুটবলকে আরও কিভাবে ইমপ্রুভ করা যায় কি না এ বিষয়ে আমরা আগামীদিনে তাদের সঙ্গে কথা বলব।

এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে এক প্রশ্নের জবাবে জানান আমীর খসরু মাহমুদ। তিনি বলেন, ব্রাজিল মনে করে নির্বাচন হবে।

সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম র জ ফখর ল ইসল ম আলমগ র স জন য স ক ষ ৎ ব এনপ

এছাড়াও পড়ুন:

এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

সোমবার (২৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।

সেখানে তিনি লেখেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে। 

এনসিপি সংক্রান্ত আলাপ না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুই জনেরই সময় বাঁচবে।”

এর আগে যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করে আলোচনায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক। 

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসীকতার জন্য ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাসংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন উমামা ফাতেমা। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ