৩ সেকেন্ডের ভিডিও নিয়ে নায়ক-নায়িকার চুলোচুলি
Published: 28th, January 2025 GMT
ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনয়শিল্পী ধানুশ ও নয়নতারা। একসঙ্গে কাজও করেছেন তারা। ব্যক্তিগত সম্পর্কও মন্দ ছিল না। তারপরও এক পলকে বদলে গেছে তাদের সম্পর্কের রসায়ণ। ৩ সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে চুলোচুলি শুরু করেছেন এই নায়ক-নায়িকা।
মূলত, গত বছরের নভেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নয়নতারার তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’। এই তথ্যচিত্রে ব্যবহৃত ৩ সেকেন্ডের ভিডিও ফুটেজ নিয়ে বৈরিতার সূত্রপাত্র। মাস দুয়েক আগে বিবৃতি-পাল্টাবিবৃতি দেয় নয়নতারা ও ধানুশ। তারপরই তাদের দ্বন্দ্ব গড়ায় আদালতে। অনুমতি না নিয়ে ভিডিও ফুটেজ ব্যবহার করার অভিযোগে নয়নতারা ও তার স্বামী ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা করেন ধানুশ।
তথ্যচিত্রে নয়নতারা অভিনীত ‘নানুম রাউডি ধান’ সিনেমার কয়েকটি ছবি ও বিহাইন্ড দ্য সিন ব্যবহার করা হয়েছে। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রযোজক ছিলেন ধানুশ। তার অভিযোগ, অনুমতি ছাড়াই তথ্যচিত্রে ওই সব দৃশ্য ব্যবহার করেছেন নয়নতারা। নয়নতারা ও ভিগনেশ ছাড়াও ধানুশের অভিযোগ রয়েছে লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধেও।
আরো পড়ুন:
নিজের পায়ে দাঁড়াতে পারছেন না রাশমিকা
যে তারকারা পাচ্ছেন পদ্ম পুরস্কার
নয়নতারা-ধানুশের চুলোচুলি শেষ হয়নি। ধানুশের দায়েরকৃত মামলার খারিজ চেয়ে পিটিশন দায়ের করেছিল নেটফ্লিক্স। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ মামলার শুনানি ছিল। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ধানুশের দায়েরকৃত মামলার খারিজ চেয়ে দায়েরকৃত নেটফ্লিক্সের পিটিশন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাই কোর্ট। ধানুশের ওয়ান্ডারবার প্রোডাকশনের দায়ের করা মূল কপিরাইট মামলার শুনানি আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
নয়নতারার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক এই তথ্যচিত্র। ফলে অভিনেত্রী চেয়েছিলেন, সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করবেন তথ্যচিত্রে। যেহেতু কপিরাইটের বিষয় রয়েছে, তাই ধানুশের কাছে অনুমতি চান নয়নতারা। দীর্ঘ দুই বছর বারবার অনুরোধ করার পরও রাজি হননি ধানুশ।
পরে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এর ট্রেইলারে ‘নানুম রাউডি ধান’ সিনেমার ৩ সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়। এতেই চটে যান ধানুশ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন নয়নতারার কাছে। ধানুশের এমন ব্যবহারে কষ্ট পান অভিনেত্রী। তার অভিযোগ, প্রতিহিংসাপরায়ণ হয়ে এমনটা করেছেন ধানুশ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’