লেস্টার থেকে শেফিল্ডে যোগ দিলেন বাংলাদেশের হামজা
Published: 28th, January 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে হামজা চৌধুরীর চুক্তির মেয়াদ এখনও আড়াই বছর রয়েছে। তবে চলতি মৌসুমে খুব একটা দলে সুযোগ পাচ্ছেন না তিনি। কেবল ছয়টি ম্যাচে মাঠে নেমেছেন এবার। লেস্টারের বর্তমান কোচ রুদ ফন নিস্তেলরুইর পরিকল্পনায় খুব একটা থাকছেন না হামজা। সে কারণে তাকে দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে পাঠাচ্ছে লেস্টার সিটি। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি, ২০২৫) লেস্টার থেকে আনুষ্ঠানিকভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী।
ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে চেষ্টা করছে শেফিল্ড। সেক্ষেত্রে দলটির হয়ে নিয়মিত একাদশে সুযোগ পাবেন হামজা। যেটার তার ও বাংলাদেশের জন্য সুখবরই বটে।
এর আগে ২০২২-২৩ মৌসুমেও একবার ধারে খেলেছিলেন হামজা। সেবার তার পারফরম্যান্স মনে ধরেছিল শেফিল্ডের কোচ ক্রিস উইল্ডারের। তাইতো এবার হামজাকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি তিনি।
আরো পড়ুন:
সমঝোতায় আল-হিলাল ছাড়লেন নেইমার, যাচ্ছেন কোথায়?
ব্রাজিলকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনাকে রুখে দিল কলম্বিয়ার
শেফিল্ডে যোগ দেওয়া বিষয়ে হামজা বলেছেন, ‘‘শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি আনন্দিত। গেল কয়েক সপ্তাহ ধরেই আমাদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছিল। এখন আমি দলটির হয়ে অবদান রাখতে প্রস্তুত। লিগে কোন অবস্থানে আছে শেফিল্ড সেটা আমি জানি। আমি তাদের আরও বড় কিছু অর্জন করতে সহযোগিতা করতে চাই।’’
শেফিল্ড ইউনাইটেডও হামজাকে স্বাগত জানিয়েছে। তাকে বাংলাদেশের ব্লেড উল্লেখ করে ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে। এমনকি একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে বাংলাদেশের পতাকাও দেখান হয়েছে।
চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শেফিল্ড রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে লিডস ইউনাইটেড। ইংলিশ ফুটবলের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ
গাজীপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাসায় গতকাল রাত আটটার দিকে পারভিন আক্তার নামের এক নারী রান্না করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দগ্ধ অন্য চারজন হলেন সীমা আক্তার (৩০), তাসলিমা আক্তার, পারভিন আক্তারের দেড় বছরের ছেলে আয়ান, শেফালী বেগম (৪০) ও তাঁর মেয়ে তানজিলা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান, তাসলিমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া দুজন ৯০ শতাংশ, একজন ৩২ শতাংশ ও অন্য একজন ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন।