সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পূর্ণিমা বেশ সরব। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন ছবি পোস্ট করেন তিনি। অনুরাগীদের সঙ্গে নানান অভিজ্ঞতাও শেয়ার করেন। সম্প্রতি তিনি কিংবদন্তী সংগীতশিল্পী শবনম মুশতারীনকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে পূর্ণিমা উল্লেখ করেছেন, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয়।’

তার কথায়, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয় যখন আপনার মতো কিংবদন্তী শিল্পী (শবনম মুশতারীন) বলেন, ‘পূর্ণিমা তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কাজ আমি দেখেছি।’

পূর্ণিমা বলেন, ‘আমাদের একজন শবনম আছেন, এটাই আমাদের গর্বের বিষয়। আপনার সান্নিধ্যে এসে সময় কাটিয়েছি। এই পরম ভালোলাগার স্মৃতি শ্রদ্ধার সাথে লালন করবো আমার হৃদয়ে।’ শেষে লিখেছেন, ‘প্রিয় শবনম ম্যাম  আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন অনেক দোয়া, ভালোবাসা।’ 

প্রসঙ্গত, শবনম মুশতারী নজরুল সংগীত শিল্পী। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি নজরুল পদক লাভ করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শবনম শবনম ম

এছাড়াও পড়ুন:

টিভি পর্দায় ‘তুফান’

মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। গত বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। রায়হান রাফী নির্মিত সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধেন কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। প্রায় এক বছর পর ‘তুফান’ সিনেমার টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

দীপ্ত টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন (১ এপ্রিল) দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচার ‘তুফান’ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার) সিনেমা।

দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, “দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে দীপ্ত। ঈদুল ফিতরে আমাদের বিশেষ চমক হিসেবে থাকছে ‘তুফান’-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি দর্শকদের জন্য অসাধারণ উপভোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি।”

আরো পড়ুন:

ঈদে পাঁচ নায়কের লড়াই

টিভি পর্দায় শাকিবের ‘রাজকুমার’

ঈদুল আজহা উপলক্ষে গত বছরের ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। পাশাপাশি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পায় এটি। সিনেমাটির বক্স অফিস কাঁপানোর খবর ছড়িয়ে পড়ে ওপার বাংলায়ও। সর্বশেষ ৫ জুলাই ভারতে মুক্তি পায় সিনেমাটি।

একজন গ্যাংস্টারের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘তুফান’ সিনেমার কাহিনি। নব্বই দশকের একজন গ্যাংস্টার এবং নবাগত নায়কের চরিত্রে অভিনয় করেন শাকিব খান। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু
  • আমার অ্যালার্জির সমস্যা আছে, কী করি?
  • সিয়াম-বুবলীর ‘জংলি’: দর্শকরা কাঁদছেন কেন?
  • শাকিবের ‘বরবাদ’ দেখে কী বলছেন দর্শকরা?
  • গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র
  • কটিয়াদীতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • সব কাজ সামলে নিজেদের স্বাস্থ্যের জন্য সময় বের করা কঠিন, মুটিয়ে যাওয়ার সমস্যায় অনেক নারী
  • কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলী
  • পাঁচ নায়িকার ‘হাই ভোল্টেজ’ ঈদ
  • টিভি পর্দায় ‘তুফান’