Samakal:
2025-04-26@13:12:47 GMT

সাতে বাংলাদেশ, নয়ে পাকিস্তান

Published: 28th, January 2025 GMT

সাতে বাংলাদেশ, নয়ে পাকিস্তান

২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও শেষ হয়নি। এরই মধ্যে সুখবর পেয়েছে বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থান দখল করেছেন শান্ত-মিরাজরা।

গতকাল পাকিস্তান-উইন্ডিজ টেস্ট সিরিজ শেষ হয়েছে। দুই ম্যাচের শেষটিতে হেরেছে পাকিস্তান। সিরিজ ১-১ ড্র হওয়ায় পয়েন্ট টেবিলে ফায়দা হয়েছে বাংলাদেশের।

উইন্ডিজ অষ্টম ও পাকিস্তান নবম স্থানে থেকে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে। বাংলাদেশের সাতে মৌসুম শেষ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগের দুই চক্রে ৯ দলের মধ্যে নবম হয়ে চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল বাংলাদেশ।

এবারের টেস্ট চক্রে বাংলাদেশ ঐতিহাসিক কিছু জয় পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতেছে। সেটাও পাকিস্তানের মাটিতে। এরপর পাকিস্তানকে হোয়াইটওয়াশও করেছে। ২৫ বছর পর টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ য ম প য়নশ প

এছাড়াও পড়ুন:

নামাজ পড়তে উঠে শ্বশুর দেখলেন, একই দড়িতে ঝুলছে পুত্রবধূ ও নাতির মরদেহ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নদীয়াবাদ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- গৃহবধূ রাবেয়া বেগম (২৬) ও তার একমাত্র ছেলে আবদুল্লাহ (৩)। রাবেয়া বেগম নদীয়াবাদ গ্রামের প্রবাসী আবদুল মতিনের স্ত্রী এবং উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। 

পুলিশ বলছে, ওই গৃহবধূর স্বামী প্রবাসী, তাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদনের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

স্থানীয়রা জানায়, প্রবাসী আবদুল মতিন পাঁচ বছর আগে পারিবারিকভাবে রাবেয়া বেগমকে বিয়ে করেন। তাদের সাংসারিক জীবনে তিন বছর বয়সী আবদুল্লাহ একমাত্র সন্তান। প্রবাস থেকে আবদুল মতিন ছুটিতে বাড়িতে এসে গত এক বছর আগে আবারও প্রবাসে চলে যান।

আজ সকালে নামাজ পড়তে উঠে রাবেয়া বেগমের শ্বশুর আলী আকবর একই রশিতে পুত্রবধূ ও নাতির লাশ ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করেন ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশ দুটিতে আঘাতের কোনো চিহ্ন নেই। তারা ফাঁস দিয়ে মারা গেছেন, নাকি অন্য কিছু-সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ