জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগেই ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিল। আড়াই মাস পর এবার আরও ৭টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই কমিটিগুলো প্রকাশ করা হয়। নতুন কমিটি গঠিত ফেডারেশনগুলো হলো সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং, ভারত্তোলন, কারাতে, ভলিবল ও শরীর গঠন।  

সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন আবার সাধারণ সম্পাদক পদে ফিরেছেন। আগের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরও সহ-সভাপতির দায়িত্বে বহাল রয়েছেন। সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক করা হয়েছে নিবেদিতা দাসকে। ১৯ সদস্যের এই কমিটিতে সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন। এছাড়া অলিম্পিয়ান মাহফিজুর রহমান সাগর সদস্য হিসেবে এবং রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির সভাপতি হয়েছেন নৌবাহিনীর প্রধান।  

টেবিল টেনিসের অন্যতম সাবেক তারকা  নাসিমুল হাসান কচি হয়েছেন যুগ্ম সম্পাদক।  আগের  কমিটির অন্যতম সমালোচিত খন্দকার হাসান মুনীর সুমন অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি হয়েছেন! মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএইচ জামানকে সভাপতি করা হয়েছে। 

ভলিবল ফেডারেশনে গত দুই দশক আধিপত্য ছিল আশিকুর রহমান মিকুর। তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভাপতি পদে বিজিএমইএ সাবেক সভাপতি জায়ান্ট গ্রুপের ফারুক হাসান মনোনীত হয়েছেন। এই কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন রেডিয়েন্ট গ্রুপের পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী। ভলিবল ফেডারেশনের কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। সেনা,নৌ,বিমান ও বিজিবি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন সেখানে। সাবেক খেলোয়াড় শিরিন, ঝিলু, আমিরুল হোসেন আপন,লিঙ্কন সদস্য হিসেবে আছেন। 

কারাতে ফেডারেশনও ১৯ সদস্য বিশিষ্ট হয়েছে। বিগত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আগেও সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি হিসেবে আছেন এশিয়াটিক কটন মিলের সাহজাদা আলম। 

ভারত্তোলন ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন প্রবীন সংগঠক উইং কমান্ডার (অব.

)মহিউদ্দিন আহমেদ। নজরুল ইসলামের পরিবর্তে সাবেক জাতীয় ভারত্তোলক ও প্রশিক্ষক লে.কর্ণেল মো. শহিদুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভারত্তোলকদের মধ্যে ফিরোজা পারভীন, আজহারুল ইসলাম,রেশমা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। 

শরীরগঠন ফেডারেশনের সভাপতি করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান মোস্তফা কামালকে। সাধারণ সম্পাদক হয়েছেন চিকিৎসক ও প্রাক্তন খেলোয়াড় কামরুজ্জামান। ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বসুনিয়া এম আশিকুল ইসলামকে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সদস য হ স ব ত হয় ছ ন ল ইসল ম কম ট র

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’

আরো পড়ুন:

ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’

‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • আশাশুনিতে মদপানে তিন যুবকের মৃত্যু, অসুস্থ ৯  
  • চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু
  • আমার অ্যালার্জির সমস্যা আছে, কী করি?
  • শাকিবের ‘বরবাদ’ দেখে কী বলছেন দর্শকরা?
  • গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র
  • কটিয়াদীতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • সব কাজ সামলে নিজেদের স্বাস্থ্যের জন্য সময় বের করা কঠিন, মুটিয়ে যাওয়ার সমস্যায় অনেক নারী
  • কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলী
  • টিভি পর্দায় ‘তুফান’
  • ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১