মৌলভীবাজারের বিভিন্ন ইউনিটে বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোসরদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সোমবার সদর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে আওয়ামী দোসরদের বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা। বিক্ষোভ মিছিল শেষে জেলা সদরের চৌমোহনা এলাকায় সমাবেশ আয়োজন করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজা, পৌর বিএনপি সিনিয়র নেতা মো.

ইউসুফ, আমিনুর রশিদ, এইচ এম শফিক, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, গউছ উদ্দিন মেম্বার, বিএনপি নেতা হেলাল আহমদ, আব্দুল জলিল ও মুহিবুর রহমান দিপলু।

এদিকে রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর উপজেলার টেংরা ইউনিয়নের পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীদের পদ দেওয়া হয়েছে দাবি করেন ওই উপজেলার সব ইউনিয়নের নেতাকর্মীরা।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ আওয় ম ল গ ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

হজ ফ্লাইট শুরু, ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন

দেশের হজযাত্রীদের কমবেশি ৯৫ শতাংশই সৌদি আরবে যান ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, রাজধানীর আশকোনার হজ ক্যাম্পেই ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। সৌদি আরব থেকে আসা ইমিগ্রেশনের ৭৫ সদস্যদের একটি দল শাহজালাল বিমানবন্দরে বসে সে দেশের ইমিগ্রেশন সম্পন্ন করবে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমবে। অবশ্য ফেরার সময় হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই করতে হবে। আর সিলেট ও চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।কাগজপত্র যাচাই করছেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। গত বছরের ছবি

সম্পর্কিত নিবন্ধ