ভিয়েতনাম থেকে চাল ও মরক্কো থেকে সার আনছে সরকার
Published: 28th, January 2025 GMT
ভিয়েতনাম থেকে ১ লাখ মেট্রিক টন চাল এবং মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমদোন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৭৩৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির কক্ষে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্য অধিদপ্তরের আওতায় ভিয়েতনাম হতে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তবর্তী সরকার। ভিয়েতনামের ভিয়েতনাম সাউদার্ন ফুড কর্পোরেশন থেকে এ চাল কিনতে ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টন চালের তাম পড়বে ৪৭৪.
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাবে দেয়া হয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৩২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর সমপরিমাণ ১৬১ কোটি ৪ লাখ টাকা। প্রতি টন টিএসপি সারের মূল্য ধরা হয়েছে ৪৪০ ডলার।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ ল আমদ ন উপদ ষ ট আমদ ন সরক র
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার বিন্নগাও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম আলম বলেন, ‘‘বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই নবনির্মিত বাসার ছাদে পানি দিতেন। বুধবার রাতেও পানি দিতে ছাদে উঠেন তিনি। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে উঠেন। এ সময় ভাইকে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’’
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত
সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
ঢাকা/রুমন/রাজীব