বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি  ১১টি পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস 

পদসংখ্যা: ১১টি  

লোকবল নিয়োগ: ২২ জন 

পদের নাম: জুনিয়র অফিসার (মেইনটেন্যান্স) 

পদসংখ্যা: ১টি  

বেতন: ২২,৫০০-৫৪,২৯০ টাকা। 

শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস)।  

অভিজ্ঞতা: এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন রক্ষণাবেক্ষণ ও ইলেকট্রিক ইনস্টলেশনের কাজে ২ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট 

পদসংখ্যা: ১টি  

বেতন: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা। 

শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি।

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড কো-অর্ডিনেশন) 

পদসংখ্যা: ৪টি  

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। 

পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 

পদসংখ্যা: ২টি  

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিজে স্নাতক ডিগ্রি।

পদের নাম: স্টোরকিপার 

পদসংখ্যা: ৩টি  

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

পদের নাম: আইটি অ্যাসিস্ট্যান্ট 

পদসংখ্যা: ১টি  

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা। 

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রি

পদের নাম: হাইজিন অ্যাসিস্ট্যান্ট 

পদসংখ্যা: ৪টি  

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

পদের নাম: টেইলর 

পদসংখ্যা: ১টি  

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাস 

অভিজ্ঞতা: টেইলারিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান 

পদসংখ্যা: ১টি  

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা: ইচএসসি বা সমমান পাস।

পদের নাম: জুনিয়র এয়ারকন্ডিশন মেকানিক 

পদসংখ্যা: ১টি  

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: জুনিয়র জেনারেল টেকনিশিয়ান 

পদসংখ্যা: ৩টি  

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

আবেদন ফি: ১ ও ২ নং পদের জন্য ২২৩ টাকা, ৩ থেকে ৮ নং পদের জন্য ১৬৮ টাকা এবং ৯ থেকে ১১ নং পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৫

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ কর সমম ন প স পদ র ন ম পদস খ য

এছাড়াও পড়ুন:

সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪ বাসিন্দা

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এর আগে ওই যুবকদের গুলিতে স্থানীয় চার বাসিন্দা আহত হন। সোমবার রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি পুলিশ। গুলিবিদ্দ স্থানীয় চার বাসিন্দা হলেন ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮) ও আব্বাস উদ্দিন (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে চারটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন প্রচারের পর লোকজন জড়ো হয়ে অটোরিকশায় করে আসা দুই যুবককে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

এক যুবকের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। দুই যুবককে আটকের আগে গুলির ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলসহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাত সন্দেহে মসজিদের মাইকে প্রচারের পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এখনো ওই দুই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত নিবন্ধ