ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপেক্ষ ৫০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শহরের বাগপত এলাকায় জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহা-উৎসব’ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।  

বাগপতের জেলা শাসক জানিয়েছেন, ৬৫ ফুট উঁচু ওই মঞ্চটি কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছিল। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ভাঙা মঞ্চের নীচে কমপক্ষে ২০-৩০ জন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, প্রতি বছরই জৈনদের এই অনুষ্ঠান হয় বাগপতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন এই সম্প্রদায়ের মানুষ। এবারও এসেছিলেন। তবে অন্য বারের তুলনায় এবার ভিড় বেশি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা/কংশ বণিক/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কানাডায় ৬০ প্রবাসী নারীর ‘ভিন্ন ধারায় মিলনমেলা’

কানাডার টরন্টোর স্কারবারো শহরে অনুষ্ঠিত হয়েছে ‘ভিন্ন ধারায় মিলনমেলা’। গত রোববার সকালে শহরের প্রায় ৬০ জন নারী এতে অংশ নেন। ব্যতিক্রমী এই আয়োজন করেছিলেন প্রবাসী নারী তানিজা রেজা। 

আয়োজক তানিজা জানান, ‘আমাদের জন্য এটা ছিল ভিন্ন একটা দিন। সকাল ১০ টায় সেজেগুঁজে আমরা চলে গিয়েছিলাম স্কারবোরো এর রূপসী বাংলা রেস্টুরেন্ট এ। নিজ উদ্যোগে আমি আয়োজন করেছি ভিন্ন ধারায় মিলন মেলা।’ 

তিনি বলেন, ‘এই আয়োজনে সায়রা আপু আর সেতু আপু ভলান্টিয়ার হিসেবে আমাকে সাহায্য করেছেন। আর অসংখ্য ধন্যবাদ বিসিসিবি উইমেন প্লাটফর্মকে। এই প্লাটফর্ম অনলাইন এ সমস্ত নারীদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমার ‘ভিন্ন ধারায় মিলন মেলা’ এই উদ্যোগে তাদের অবদান অপরিসীম।’

আয়োজক জানান, ‘এই মিলনমেলাতে কোনো প্রমোশন ছিল না, কোনো অফিসিয়াল স্পনসর ছিল না, না কোনো কমিটি। আমরা সবাই সবাই কে চিনেছি, সবার গল্প শুনেছি, সবাই নিজের নিজের স্পনসর। ব্রেকফাস্ট এর সর্বমোট বিল আমরা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। ’

অনুষ্ঠান শেষে ছিল কোরাস গান ও র‌্যাফেল ড্র। সংবাদ বিজ্ঞপ্তি
 

সম্পর্কিত নিবন্ধ