মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২০
Published: 28th, January 2025 GMT
মিয়ানমারের হাসপাতাল ও একটি জনবহুল গ্রামে ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দুই শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
সম্প্রতি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় শান রাজ্যের কিয়াউকমে একটি জেলা হাসপাতালে বিমানবাহিনীর বোমা হামলায় দুই নারী স্বাস্থ্যকর্মীসহ তিনজন নিহত হন। এছাড়া চিকিৎসাধীন থাকা আরও অন্তত ২০ জন গুরুতর আহত হন। বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে হাসপাতালটি।
অন্যদিকে গত রোববার মান্দালয় অঞ্চলের মিংইয়াং টাউনশিপের সিংগুপ গ্রামে স্থানীয় একটি স্কুল লক্ষ্য করে বোমা হামলার পর হেলিকপ্টার থেকে গুলি চালায় জান্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই ১৬ জন ও পরে আহত আরও একজন মারা যান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ন ত সরক র
এছাড়াও পড়ুন:
মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির টেলিকনফারেন্স
যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।
যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।