মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২০
Published: 28th, January 2025 GMT
মিয়ানমারের হাসপাতাল ও একটি জনবহুল গ্রামে ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দুই শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
সম্প্রতি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় শান রাজ্যের কিয়াউকমে একটি জেলা হাসপাতালে বিমানবাহিনীর বোমা হামলায় দুই নারী স্বাস্থ্যকর্মীসহ তিনজন নিহত হন। এছাড়া চিকিৎসাধীন থাকা আরও অন্তত ২০ জন গুরুতর আহত হন। বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে হাসপাতালটি।
অন্যদিকে গত রোববার মান্দালয় অঞ্চলের মিংইয়াং টাউনশিপের সিংগুপ গ্রামে স্থানীয় একটি স্কুল লক্ষ্য করে বোমা হামলার পর হেলিকপ্টার থেকে গুলি চালায় জান্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই ১৬ জন ও পরে আহত আরও একজন মারা যান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ন ত সরক র
এছাড়াও পড়ুন:
এক মাসের ছুটিতে মেয়েরা, কোচ চেয়েছিলেন ‘ছোট্ট বিরতি’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পবিত্র রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে তাদের প্রায় এক মাস ছুটি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এত লম্বা সময়ের জন্য মেয়েরা ছুটিতে যাক, চান না কোচ পিটার বাটলার।
নতুনদের নিয়ে যে ছন্দে এগিয়ে যাচ্ছেন তিনি, সেটাতে কোনো হেরফের চাইছেন না কোচ। গতকাল প্রথম আলোকে তেমনটাই বললেন এই ইংলিশ কোচ, ‘ছোট্ট একটা বিরতির পর অনুশীলন শুরু করা যেত। এই মুহূর্তে দল যে ছন্দ রয়েছে, সেটা ধরে রাখা জরুরি।’
আরও পড়ুনআর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’ এচেভেরি৩ ঘণ্টা আগেবাফুফে চাইছে রোজায় ক্যাম্প চালু না রাখতে। একেবারে ঈদের পর মেয়েদের ক্যাম্প শুরু করতে চায় ফেডারেশন। আজ বিকেলে বাফুফে ভবনে মেয়েদের সঙ্গে আলোচনা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
আসুন ধৈর্য ধরি, উন্নতি করি, ভবিষ্যৎ পরিকল্পনা সাজাই, ফুটবল এই মেয়েদের হাত ধরেই এগোবেপিটার বাটলার, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচআমিরাত সফরের দুই হার নিয়ে খুব একটা হতাশ নন বাফুফের প্রধান। উল্টো পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার কথাই বলেছেন তাবিথ, ‘আমরা পরে তোমাদের জানিয়ে দেব কবে ক্যাম্প শুরু হবে। পুরো ৫৫ জনের স্কোয়াড নিয়েই অনুশীলন শুরু করব। ওখান থেকে অনেকেই ম্যাচ খেলব। এরপর তো এএফসি বাছাই। আমরা যদি সেখানে কোয়ালিফাই করি তাহলে তো পরবর্তী মার্চেই খেলা।’
নারী ফুটবল দলের খেলোয়াড় শাহিদা আক্তারের সঙ্গে হাত মেলাচ্ছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল