দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা ১০ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

নতুন বন্ডটির নাম “10Y BGTB 22/01/2035”। ডিএসই ও সিএসইতে বন্ডটির লেনদেন কোড “TB10Y0135” এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড “88527”।

‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ ২০৩৫ সালের ২২ জানুয়ারি শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের দাম ১০০.

২২০১ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১ হাজার করে। এ বন্ড ১২.০৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন দেবে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসই

এছাড়াও পড়ুন:

কেরানীগঞ্জে ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জরিপ আলী (৫৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইকুরিয়া মিনার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাঝরাতে দক্ষিণ কেরানীগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি ‘জরিপ বাহিনীর’ সহযোগী মকবুল হোসেন, ইয়াজুল মিয়া ও মুজাহিদ হোসেনের বিচারের দাবিতে মিছিল করেছেন স্থানীয়রা।

নিহত জরিপ আলীর মেয়ের জামাই মো. বিশাল মিয়া সমকালকে বলেন, শুক্রবার জুমার নামাজের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ আলীর ভাতিজা স্বজল ও আল-আমিনকে মারধর করে সন্ত্রাসী ‘জরিপ বাহিনীর’ সদস্য মকবুল, ইয়াজুল ও মুজাহিদ। এই ঘটনাটি মীমাংসার জন্য বুধবার রাত সাড়ে ৯টায় ইকুরিয়া মিনার মসজিদের সামনে বিচার বসে। বিচারের সময় সন্ত্রাসী জরিপ বাহিনীর লোকজন দিয়ে বাঁশ দিয়ে আমার শশুরকে আঘাত করে। এসময় সে গুরুতর আহত হয়। তাকে ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পুলিশ খবর পেয়ে জরিপ আলীর মরদেহ উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। সন্ত্রাসী জরিপ বাহিনীর বিরুদ্ধে ইকুরিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন শত শত নারী পুরুষ। সন্ত্রাসী জরিপের বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, জমি দখল, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ইকুরিয়া মিনার মসজিদের সামনে বিচার চলাকালীন সময় দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা হয়। একপর্যায়ে একপক্ষ বাঁশ দিয়ে জরিপ আলীর ওপর আঘাত করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি।

সম্পর্কিত নিবন্ধ