অর্ধবার্ষিকে সাত কোম্পানির মুনাফা বেড়েছে
Published: 28th, January 2025 GMT
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি ও একটি মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে অধিকাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ জানুয়ারি) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আরো পড়ুন:
মিথ্যা তথ্য দেওয়ায় আলফা লাইফ ইন্স্যুরেন্সকে জরিমানা
ফাইন ফুডসের শেয়ার কারসাজি: জড়িতদের ১.
কোম্পানিগুলো হলো—সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রি, পেনিনসুলা চিটাগাং, পদ্মা অয়েল, আমান ফিড, ইনডেক্স অ্যাগ্রো ও গ্রামীণ ওয়ান স্কিম টু।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ: এ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২১ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৪ টাকা। মুনাফা বেড়েছে ০.০৭ টাকা বা ৫০ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৮ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৩৮ টাকা। মুনাফা বেড়েছে ০.১০ টাকা বা ২৬ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৫৮ টাকায়।
রংপুর ফাউন্ড্রি: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০২ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১.০১ টাকা। মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ১ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.১৯ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল ২.১৭ টাকা। মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ১ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৪৩ টাকায়।
পেনিনসুলা চিটাগাং: এ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৮) টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (০.০১) টাকা। লোকসান বেড়েছে ০.০৭ টাকা বা ৭০০ শতাংশ। কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩৯) টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (০.১১) টাকা। লোকসান বেড়েছে ০.২৮ টাকা বা ২৫৫ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৮৮ টাকায়।
পদ্মা অয়েল: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২.৭৩ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৭.২৯ টাকা। মুনাফা বেড়েছে ৫.৪৪ টাকা বা ৭৫ শতাংশ। এ কোম্পানির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৫.৪০ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১৬.৫৩ টাকা। মুনাফা বেড়েছে ৮.৮৭ টাকা বা ৫৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৬.৯৫ টাকায়।
আমান ফিড: এ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২১ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৫ টাকা। মুনাফা বেড়েছে ০.০৬ টাকা বা ৪০ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৩ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৫০ টাকা। মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ৬ শতাংশ। গত ৩১ ডিসেম্বর এ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৩৩ টাকায়।
ইনডেক্স অ্যাগ্রো: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৬ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১.০৪ টাকা। মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ২ শতাংশ। এ কোম্পানির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.০৭ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২.০৬ টাকা। মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ০.৪৯ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২.২৮ টাকায়।
গ্রামীণ ওয়ান স্কিম টু: ফান্ডটির দ্বিতীয় প্রান্তিকে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ০.২৭ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.২১ টাকা। মুনাফা বেড়েছে ০.০৭ টাকা বা ৩৩ শতাংশ। ফান্ডটির চলতি অর্থবছরের ৬ মাসে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ০.৬০ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.২৮ টাকা। মুনাফা বেড়েছে ০.৩২ টাকা বা ১১৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৪৫ টাকায়।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হয় ছ ল ০ ট র চলত
এছাড়াও পড়ুন:
৩ মাসে আয় ৯৯ কোটি টাকা, আয়ের অর্ধেকই মুনাফা
চলতি বছরের প্রথম ৩ মাসে ৯৯ কোটি টাকার ব্যবসা করেছে বাংলাদেশ সাবমেরিন কেব্লস। আর সব ধরনের খরচ বাদ দেওয়ার পর শত কোটি টাকার ব্যবসার প্রায় অর্ধেকটাই মুনাফা করেছে কোম্পানিটি।
সরকারি মালিকানাধীন এই কোম্পানি গত জানুয়ারি থেকে মার্চ—এই ৩ মাসে মুনাফা করেছে ৪৮ কোটি টাকা। আর এই সময়ে ব্যবসা করেছে ৯৯ কোটি টাকার। অর্থাৎ কোম্পানিটি যা আয় করে, সব খরচ বাদ দেওয়ার পর তার প্রায় অর্ধেকই মুনাফা। কোম্পানিটির গত জানুয়ারি-মার্চের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়। আর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে নিয়ম অনুযায়ী, আর্থিক প্রতিবেদনের এসব তথ্য স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া কোম্পানিটির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৭ কোটি টাকার বেশি বা প্রায় ১৯ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের প্রথম ৩ মাসে কোম্পানিটি মুনাফা করেছিল ৪০ কোটি ৪৫ লাখ টাকা। অথচ এই সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বা ব্যবসা বেড়েছে সোয়া ২ কোটি টাকা বা সোয়া ২ শতাংশের মতো। চলতি বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি ব্যবসা করেছে ৯৯ কোটি ৪২ লাখ টাকার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৭ কোটি ২০ লাখ টাকা।
সাবমেরিন কেব্লসের আর্থিক বছরের হিসাব করা হয় জুলাই-জুনের অর্থবছরের হিসাবে। সেই হিসাবে, গত মার্চ শেষে কোম্পানিটির তিনটি প্রান্তিক শেষ হয়েছে। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি প্রান্তিক শেষে আয়-ব্যয়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল করতে হয়। তার আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে হয়। এসব প্রক্রিয়া শেষে গতকাল সাবমেরিন কেব্লস তাদের ৯ মাসের (জুলাই-মার্চ) আয়-ব্যয় ও মুনাফার তথ্য প্রকাশ করেছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি গত ৯ মাসে (জুলাই-মার্চ) ২৯৪ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৩৮ কোটি টাকা। সেই হিসাবে, ১ বছরের ব্যবধানে কোম্পানিটির ৪৪ কোটি টাকার ব্যবসা কমেছে। তবে ৯ মাসের বিবেচনায়ও দেখা যায়, কোম্পানিটি যে পরিমাণ আয় বা ব্যবসা করে, তার প্রায় অর্ধেকই মুনাফা। গত জুলাই-মার্চে ২৯৪ কোটি টাকার আয়ের বিপরীতে সব ধরনের খরচ বাদ দিয়ে কোম্পানিটি মুনাফা করেছে ১৪০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে ৩৩৮ কোটি টাকার ব্যবসা করে কোম্পানিটি মুনাফা করেছিল ১৬৮ কোটি টাকা।