বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এবার এক নারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার নদিয়া জেলার বিভিন্ন এলাকায়  তল্লাশি চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

গ্রেপ্তার হওয়া নারী মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। তাকে বর্তমানে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এই নারীর সঙ্গে সাইফের হামলার ঘটনার মূল অভিযুক্ত শরিফুল ফকিরের যোগ রয়েছে। তার সাহায্যেই বাংলাদেশ থেকে ভারতে পা দেয় শরিফুল।

গত ১৬ জানুয়ারি মধ্য়রাতে নিজের বাড়িতেই সাইফ আলী খানেও ওপর হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। এলোপাথারি কোপানো হয় নায়ককে।  ভয়ঙ্কর কাণ্ডের পর বেশ কয়েক দিন হাসপাতালেই ভর্তি ছিলেন নায়ক। এখন অনেকটাই সুস্থ। বাড়ি ফিরেছেন অভিনেতা। ইতোমধ্যেই সেই রাতের ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কিন্তু বুধবার মধ্যরাতে কী ঘটেছিল তা সঠিক একমাত্র সাইফই বলতে পারতেন। কারণ সে রাতে ওই পরিস্থিতিতে নায়কই মোকাবিলা করেছিলেন হামলাকারীকে। বাড়ি ফিরে পুলিশের কাছে সেই রাতের ঘটনার পুনঙ্খানুপুঙ্খ বর্ণনাও দিয়েছেন সাইফ। বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।

এরপর ২৩ জানুয়ারির সন্ধ্যায় নিজের বক্তব্য পুলিশকে জানিয়েছেন অভিনেতা। সাইফ তার বয়ানে বলেন, সেই রাতে তখন আমি আর কারিনা ছিলাম ১১ তলায় নিজেদের শোওয়ার ঘরে। রাতে আচমকাই শুনতে পাই ছোট ছেলে জাহাঙ্গীরের চিত্‍কার। 

সাইফ জানিয়েছেন, ছেলের চিত্‍কার শুনে সঙ্গে সঙ্গে তার ঘরে যান সাইফ এবং কারিনা। সেখানেই ছিলেন হামলাকারি। গৃহকর্মী আলিয়ামা ফিলিপসও ভয়ে পেয়ে চিত্‍কার করছিলেন। আর ভয়ঙ্কর কাঁদছিলেন জেহ।

তখনই সেই হামলাকারিকে থামানোর চেষ্টা করেন তিনি। তখনই সেই ব্যক্তি সাইফের পিঠে, ঘাড়ে এবং হাতে বেশ কয়েক বার ছুরির আঘাত করেন। তারপরেও সাইফ অনুপ্রবেশকারীকে ঘরের ভেতরে ঠেলে দেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ঘটন

এছাড়াও পড়ুন:

বিজয় মিছিলে, শ্লোগানে শ্লোগানে মুখরিত কুয়েট ক্যাম্পাস

‘রাজনীতির আস্তানা, কুয়েটে হবে না’; ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’; ‘লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘তোমার আমার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই’; ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’; ‘আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই’; 

‘স্বৈরাচারের ঠিকানা এই কুয়েটে হবে না’; ‘হৈ, হৈ, রই রই স্বৈরাচার গেলি কই?’; ‘হৈ হৈ রই রই সন্ত্রাসীরা গেলি কই?’; ‘তুমি কে? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’; ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ’ এ ধরনের নানা শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাস। 

উপাচার্য পদত্যাগের পর বিজয় মিছিল বের করে শিক্ষার্থীরা। সেই বিজয় মিছিলে এসব স্লোগানে মুখর হয়ে ওঠে কুয়েট ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে ক্যাম্পাসে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়ে দুর্বার বাংলা পাদদেশের সামনে দিয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। এসময় তাদের হাতে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিল।

বিজয় মিছিলে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মোহন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. রাহাতুল ইসলাম, ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ঝলক।

এসময় তারা আন্দোলনে সফলতার জন্য আহত শিক্ষার্থী, খোলা আকাশের নিচে রাত্রি যাপনকারী শিক্ষার্থী, অনশনে অনাহারে থাকা শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টা, ইউজিসির সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এদিকে পূর্ব নির্ধারিত এই বিজয় মিছিলকে কেন্দ্র করে বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকে। এরপর আধা ঘণ্টা সেখানে তারা নেচে-গেয়ে উচ্ছ্বাস এবং উল্লাস প্রকাশ করেন।

বিজয় মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ