যাত্রীদের জিম্মি করে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি অযৌক্তিক বলে দাবি করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “রানিং স্টাফদের দাবি অনেকাংশেই পূরণ হয়েছে।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, “আমরা গতকাল রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি। রেলের কর্মকর্তারা ছিলেন, শ্রমিক সংগঠনের নেতারা ছিলেন, পুলিশ ছিলেন। রানিং স্টাফদের দাবিগুলো এরই মধ্যে অর্থবিভাগে পাঠানো হয়েছে। অনেকাংশের পূরণ করা হয়েছে। কিছু দাবি এখনও বাকি রয়েছে।”

রানিং স্টাফদের উদ্দেশ করে উপদেষ্টা বলেন, “আলোচনার দ্বার খোলা আছে। তারা চাইলে আমরা আলোচনায় বসব।”

উপদেষ্টা বলেন, “যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক। আন্দোলন না করে আলোচনার আহ্বান থাকবে। সরকারকে বাধ্য করে দাবি আদায়ের চেষ্টা করলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।”

অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা।

সোমবার রাত ১২টার আগে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেলেও মধ্যরাত থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। 

ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা। রেলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ঢাকা/হাসান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র লওয়

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট

আইপিএল

চেন্নাই-হায়দরাবাদ
সরাসরি, রাত ৮টা;

টি স্পোর্টস।

পিএসএল

করাচি-কোয়েটা
সরাসরি, রাত ৯টা;

নাগরিক টিভি।

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

পুলিশ-ওয়ান্ডারার্স
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট;

টি স্পোর্টস টিভি।

ফর্টিস-ফকিরেরপুল
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট;

টি স্পোর্টস ইউটিউব।

বুন্দেসলিগা

স্টুটগার্ট-হাইডেনহাইম
সরাসরি, রাত ১২টা ৩০ মিনিট;

সনি স্পোর্টস ২

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ