বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস আবারও ব্র্যাক ব্যাংককে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে। প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকের সাথে ‘বি+’ রেটিং দিয়েছে। 

ব্যাংকিং খাতে নানাবিধ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং ব্র্যাক ব্যাংকের শক্তিশালী অবস্থানের ওপর আস্থা রেখে স্থিতিশীল’ আউটলুকের সাথে ব্যাংকটির ‘বি+’ ক্রেডিট রেটিং বজায় রেখেছে। এই রেটিংটি বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য এবং এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক রেট করা বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। 

ব্র্যাক ব্যাংক সম্পর্কে এসঅ্যান্ডপি প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, শক্তিশালী ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং অনলাইন ব্যাংকিংয়ের প্রসারে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির রিটেইল রেমিট্যান্স এবং রপ্তানিমুখী ক্লায়েন্ট বেজ এটিকে বাংলাদেশের বিদ্যমান দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে উদ্ভূত চ্যানলেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করতে সহায়তা করেছে।

আমরা বিশ্বাস করি, বাংলাদেশের এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যাংকটি তাদের শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান বজায় রাখবে। ব্র্যাক ব্যাংকের অ্যাসেট কোয়্যালিটি দেশের বিদ্যমান ইন্ডাস্ট্রি-অ্যাভারেজের চেয়েও বেশ ভালো। এই সুবিধাটিকেও ব্যাংকটি ভালোভাবে কাজে লাগাতে পেরেছে।

বিবৃতিতে আরও বলা হয় যে, ব্র্যাক ব্যাংকের ‘স্থিতিশীল’ আউটলুক ব্যাংকটির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা আস্থার সাথে উল্লেখ করেছিলাম যে, ব্র্যাক ব্যাংক বাংলাদেশের চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশে বিদ্যমান চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলা করার মাধ্যমে আগামী ১২ থেকে ১৮ মাস নিজেদের শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রাখবে এবং সেটিই করতে সক্ষম হয়েছে ব্যাংকটি।

বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এজেন্সি থেকে পাওয়া দেশসেরা ক্রেডিট রেটিং সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের এই অর্জন শক্তিশালী ক্যাপিটাল বেজ, অ্যাসেট কোয়্যালিটি, সুশাসন এবং পর্যাপ্ত তারল্য বজায় রাখার ব্যাপারে আমাদের অবিচল প্রতিশ্রুতির স্বীকৃতি। স্বনামধন্য আন্তর্জাতিক এজেন্সি থেকে পাওয়া এই দেশসেরা ক্রেডিট রেটিং দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতেও ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

এসঅ্যান্ডপি ছাড়াও ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ক্রেডিট রেটিং দিয়েছে ক্র্যাব (এএএ) এবং মুডি‘স (বি২)।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবস থ

এছাড়াও পড়ুন:

সুইট নেশনের সপ্তম শাখা উদ্বোধন

মিষ্টি জাতীয় খাদ্য পণ্যের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের সপ্তম শাখার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার ২৮/১ কাঠেরপুল, বানিয়া নগর, সূত্রাপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা করা হয় এই নতুন শাখার। নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুস্বাদু মিষ্টির ব্র্যান্ড সুইট নেশনের এই উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় চারটি এবং নারায়ণগঞ্জে তিনটি শাখাসহ মোট সাতটি শাখায় কার্যক্রম চলবে সুইট নেশনের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে সুইট নেশনের সপ্তম ব্রাঞ্চের ফিতা কেটে উদ্বোধন করেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল। এসময় আরও উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত, নবাব টোবাকোর পরিচালক আরশীফ আলী এবং কণ্ঠশিল্পী পারভেজসহ অনেকেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর দুধ দিয়ে মিষ্টি তৈরি করে সুইট নেশন। তারা মিষ্টির স্বাদকে অক্ষুণ্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি নারায়ণগঞ্জ ও রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে। তারই ধারাবহিকতায় নতুন শাখার যাত্রা বলে জানান ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ। তিনি বলেন, ‘সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। এছাড়া বার্থডে কেক,পার্টি কেকসহ রয়েছে স্ন্যাকস টিফিনের ও বিভিন্ন আইটেম।’

তিনি আরও বলেন, ‘ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুইট নেশনের পণ্যের মান বজায় রেখে সময়ের সাথে নতুনত্বের আরও পণ্য উৎপাদন করার পরিকল্পনা মাথায় রেখে নারায়ণগঞ্জ, ঢাকা ও রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে আরো আউটলেট করার পরিকল্পনা রয়েছে।’

২০১৮ সালে সুইট নেশনের যাত্রা শুরু হয় ডেইরি ফার্মের মাধ্যমে। সুইট নেশনের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন বেল ডেইরি রেঞ্চ। ২০২০ সালে কলেজ রোডে সুইট নেশনের প্রথম আউটলেট করা হয়। জনপ্রিয়তা ও ক্রেতাদের চাহিদার বাড়ার সঙ্গে  দ্বিতীয়টি নারায়ণগঞ্জের বঙ্গবন্ধুর সড়কের বেনু টাওয়ারের প্রথম ফ্লোরে উদ্বোধন করা হয়। তৃতীয়টি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউ, চতুর্থটি করা হয় রাজধানীর প্রাণকেন্দ্র শনির আখড়ায় এবং পঞ্চম আউটলেট করা হয় নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ রোডের মিশন পাড়া এলাকায়।

সম্পর্কিত নিবন্ধ

  • সুইট নেশনের সপ্তম শাখা উদ্বোধন