শীতকালে আমন্ত্রণ-নিমন্ত্রণ লেগেই থাকে। আর আমন্ত্রণে যেতে হলে হালকা মেকআপ না করলে চলে! এই ঋতুতে সাজ সহজে নষ্ট হয় না। এই সময় মেকআপ ঠিক রাখা অন্য যেকোন সময়ের চেয়ে সহজ। অল্প মেকআপেই নিজেকে সাজিয়ে তুলতে পারেন। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মেকআপ শেষ করতে পারেন।
ক্লিনজিং: মেকআপ করার প্রথম শর্ত হলো মুখ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। ত্বকে ময়লা জমে থাকলে মেকআপ ভালো করে বসে না। সুতরাং মাইল্ড কোনো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে
ময়েশ্চারাইজিং: দ্বিতীয় ধাপে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। এ পর্যায়ে বিবি ক্রিমও ব্যবহার করতে পারেন। এতে ত্বকে একটা মসৃণভাব জেগে উঠবে।
আরো পড়ুন:
ডাবল চিনের সমস্যা দূর করার উপায়
কফি সমৃদ্ধ প্রসাধনী যাদের জন্য ভালো নয়
হালকা ব্লাশ: মেকআপে চার্মিং লুক আনার জন্য দুই ব্লাশ ব্যবহার করতে পারেন।সেক্ষেত্রে ব্লাশ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কোনোভাবেই বেশি ব্লাশ ব্যবহার করা যাবে না।
মানানসই লিপস্টিক: মেকআপের পরিপূর্ণ লুকের জন্য লিপস্টিক ব্যবহার করতে পারেন। শীত ঋতুতে যেকোন গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করে রাজকীয় লুক সহজে আনতে পারেন। এ ছাড়া ন্যুড কিংবা হালকা গোলাপি আভার লিপস্টিক ব্যবহার করে পেতে পারেন করপোরেট লুক। অফিস কিংবা দৈনন্দিন সাজের ক্ষেত্রে ন্যুড বা হালকা গোলাপি শেডের লিপস্টিক ভালো।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক
জোসে মরিনিও ও বিতর্ক—সমার্থক শব্দই হয়ে গেছে। পর্তুগিজ তারকা কোচ সর্বশেষ বিতর্কে জড়ালেন গতকাল রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনাল শেষে। ঘরের মাঠে উত্তপ্ত এক ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারাইয়ের কাছে ২–১ গোলে ফেনেরবাচের হেরে যাওয়ার পর মেজাজ ঠিক রাখতে পারেননি মরিনিও। দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক দুই আঙুল দিয়ে চেপে ধরেন চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক ধরছেন মরিনিও। এরপর বুরুক মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যান। এ সময়ে মরিনিওকে সরিয়ে নেন অন্যরা।
ঝামেলা ম্যাচেও কম হয়নি। ফেনেরবাচে স্টেডিয়ামের এই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। তাঁদের দুজন গালাতাসারাইয়ের, একজন ফেনেরবাচের। তিনজনই লাল কার্ড দেখেছেন ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সংঘর্ষে জড়িয়ে।
এমন উত্তপ্তই ছিল ফেনেরবাচে–গালাতাসারাই ম্যাচটি