চাঁদপুরের হাইমচরে বেপরোয়া ইজিবাইক কেড়ে নিল ৮ বছর বয়সী শিশু সোহানের প্রাণ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজের স্কুলের পাশের সড়কে দুর্ঘটনার শিকার হয়।

নিহত সোহান উপজেলার মহজমপুর গ্রামের কাশেম রাঢ়ীর একমাত্র ছেলে এবং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। স্কুলের পাশের সড়কে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খেলার সময় শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে চলে যায়। এ সময় দ্রুত গতির একটি ইজিবাইক রাস্তার মোড়ে উল্টে গিয়ে শিশুটিকে চাপা দেয়। 

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মাসুদ আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত শিশুটির মাথায়, হাতে, পায়ে এবং পিঠে গুরুতরভাবে আঘাত পায়। শিশুটির খিচুনি উঠে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে পাঠাই। 

হাইমচর থানার উপ-পরিদর্শক সমীর উদ্দিন বলেন, “এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/অমরেশ/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তাইওয়ান ঘিরে দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া চীনের

তাইওয়ানকে ঘিরে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া করে চীন। তাইওয়ান প্রণালিতে মহড়ার সময় ১০টি চীনা যুদ্ধজাহাজ অংশ নেয়।

প্রথমবারের মতো চীন এ মহড়ার কোড নাম দিয়েছে ‘স্ট্রেইট থান্ডার-২০২৪এ’। তারা বলেছে, দ্বীপটিতে অবরোধ করা এবং নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা বাড়াতে মনোনিবেশ করা হয়েছে।

চীনের এ মহড়ার সমালোচনা করেছে তাইওয়ান।

গত মঙ্গলবার তাইওয়ানকে ঘিরে মহড়া শুরু করে চীন। এদিন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তেকে ‘পরজীবী’ হিসেবে অভিহিত করেছে চীন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এশিয়া সফরের আগে এবং লাইয়ের কথার জবাব দিতে এ মহড়া করে চীন। চীন তাঁর এ সফরের বিরোধিতা করে আসছে। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন।

তবে তাইওয়ান বারবার এ দাবি অস্বীকার করেছে। গত বছর গণতান্ত্রিকভাবে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিং তে। তবে চীন তাঁকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করে। তিনি নির্বাচিত হওয়ার পরও চীনের দাবিকে অস্বীকার করেন।

সম্পর্কিত নিবন্ধ