চাঁদপুরের হাইমচরে বেপরোয়া ইজিবাইক কেড়ে নিল ৮ বছর বয়সী শিশু সোহানের প্রাণ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজের স্কুলের পাশের সড়কে দুর্ঘটনার শিকার হয়।

নিহত সোহান উপজেলার মহজমপুর গ্রামের কাশেম রাঢ়ীর একমাত্র ছেলে এবং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। স্কুলের পাশের সড়কে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খেলার সময় শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে চলে যায়। এ সময় দ্রুত গতির একটি ইজিবাইক রাস্তার মোড়ে উল্টে গিয়ে শিশুটিকে চাপা দেয়। 

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মাসুদ আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত শিশুটির মাথায়, হাতে, পায়ে এবং পিঠে গুরুতরভাবে আঘাত পায়। শিশুটির খিচুনি উঠে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে পাঠাই। 

হাইমচর থানার উপ-পরিদর্শক সমীর উদ্দিন বলেন, “এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/অমরেশ/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কথা-কাটাকাটি থেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া শহরের মালতিনগর এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে পারভেজ আলম নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মালতীনগর আর্ট কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। পারভেজ আলম মালতীনগর খন্দকারপাড়া এলাকার জহুরুল আলমের ছেলে।

স্থানীয় একটি দোকানে কাজ করতেন পারভেজ আলম। কাজ শেষে বাসায় ফেরার সময় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। আশপাশের লোকজন পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে জেনেছি। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

সম্পর্কিত নিবন্ধ