রানিং এলাউন্সসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল। কমলাপুর স্টেশন থেকে গতকাল রাত পৌনে একটায় পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাবার পর আর কোনো ট্রেন যাত্রা করেনি। এতে আজ মঙ্গলবার সকালে যাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল তারা পড়েছেন বিপাকে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া ও আনুতোষিক সুবিধা দেয়ার দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে গেছে রেলের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।
সমস্যা সমাধানে গতকাল সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোন সুরাহা হয় নি। যদিও যাত্রী ভোগান্তি বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেছে মন্ত্রণালয়। কিন্তু আন্দোলনরত রেলকর্মীরা বলেছেন, চার বছর ধরে এসব দাবি উপেক্ষা করায় কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় নেই।
সমিতির নেতারা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে (আউটার স্টেশন) হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়। যা রেলওয়েতে ‘মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ল য গ য গ বন ধ র লওয
এছাড়াও পড়ুন:
ঠাকুরগাঁওয়ে সাবেক এমপির স্ত্রীর ক্লিনিকের ৪০ লাখ টাকা মূল্যের সরঞ্জাম চুরি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলামের স্ত্রীর মালিকানাধীন মমি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।
ব্যবস্থাপক মাহফুজ রানা জানান, মমি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলামের স্ত্রী ড্যানিস ইসলামের। ক্লিনিকটি তিনি চুক্তিতে পরিচালনা করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে চোরেরা তালা ভেঙে ক্লিনিকে থাকা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া সরঞ্জামের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
চুরি হওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে দুটি আলট্রাসাউন্ড মেশিন, একটি এক্স-রে মেশিন, প্রিন্টার, একটি সিবিসি মেশিন, একটি অ্যানালাইজার মেশিন ও দুটি কম্পিউটার। এ ছাড়া চোরেরা ক্লিনিকের সিসিটিভি ক্যামেরা ও রেকর্ডারও নিয়ে গেছে।
এ ঘটনায় গতকাল মাহফুজ রানা বালিয়াডাঙ্গী থানায় একটি অভিযোগ করেছেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী জানান, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত ও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।