‘শেষ ম্যাচে হয়তো কেউ না কেউ বলবে খেলতে পারব না’
Published: 28th, January 2025 GMT
প্রথম আসরে রানার্সআপ। দ্বিতীয় আসরে পয়েন্ট তালিকার ছয়ে শেষ করে সফর। এবার একেবারে তলানিতে। সাত দলের আয়োজনে এখন পর্যন্ত সপ্তম।
সিলেট স্ট্রাইকার্সের বিপিএল যাত্রা যেই উচ্চতায় শুরু হয়েছিল, ধারাবাহিকভাবে পরের দুই আসরে তা নিচে নেমেছে। বিগ বাজেটের দল গড়তে না পারায় মাঠের ক্রিকেটে শক্তিতে পারেনি দলটি। তবে একেবারেই যে খারাপ দল ছিল তা-ও নয়।
জাকির হাসান, জাকের আলী, রনি তালুকদার, তানজিম হাসান সাকিবদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা ছিলেন। বিদেশীদের মধ্যে বড় নাম না পেলেও রাকিম কর্ণওয়াল, জর্জ মুনজে, পল স্টারর্লিং, রিচ টপলিকে দলে এনেছিলেন তারা। অধিনায়ক হিসেবে আরিফুল হককে নিয়েছিল। কিন্তু পুরো দলটাই হতশ্রী পারফরম্যান্সে হতাশ করেছে।
কখনো তাদের ব্যাটিং ভালো হয়েছে তো, কখনো বোলিং।দুই বিভাগ একসঙ্গে জ্বলে উঠতে পেরেছে খুব কম সময়ই। আবার ছোট-বড় ভুলে দিতে হয়েছে বড় খেসারত। ইনজুরির সঙ্গেও লড়তে হয়েছে তাদেরকে। সব মিলিয়ে বিপিএলের এবার সফর তারা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে।
গতকাল রাজশাহীর বিপক্ষে নিজেদের নবম হারের তিক্ত অভিজ্ঞতা পায় সিলেট। ম্যাচ হারের পর অধিনায়ক আরিফুল এসেছিলেন সংবাদ সম্মেলনে। নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করানো বাদে বেশি কিছু করার নেই তার, ‘‘আসলে আশা যদি না থাকলে তাহলে কঠিন হয়ে যায় পারফর্ম করা। সবাই পেশাদার ক্রিকেটার। যে ভালো খেলে সেটা ব্যাটসম্যান হোক বা বোলার তারা যদি ভালো খেলে তাহলে ভালো লাগে। দিন শেষে ভালো করা গেলে আসলে ভালোই লাগবে। কিন্তু আমরা এবার কেউই ভালো করিনি। পুরো দলটা খারাপ করেছি।’’
‘‘পুরো টুর্নামেন্ট খুবই বাজে গেছে। খুবই বাজে গেছে।এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। ম্যাচের দিন…আজকেও সকালে আমাদের ওপেনার ব্যাটসম্যান রনি ঘুমের থেকে উঠে বলছে ‘‘আমার ঘাড়ে লাগছে’’। ওকেও ধরতে হবে ইনজুরড। এই দলে দেখা যাবে শেষ ম্যাচেও হয়তো বা কেউ না কেউ বলছে ‘আমি খেলতে পারব না।’ অভিজ্ঞতা খুবই খারাপ।’’ – বলতে থাকেন আরিফুল।
দলের যা অবস্থা তাতে শেষ ম্যাচটা ‘বারডেন’ হয়ে গেছে কিনা সেই প্রশ্নও উঠল। আরিফুল অবশ্য বিষয়টিকে ওভাবে দেখছেন না, ‘‘আসলে আরেকটা ম্যাচ বারডেন না। আমরা যদি শেষ ম্যাচটাও জিতে যেতে পারি তারপরও নিজের কাছে শান্তি আসবে যে নাহ একটা জিতে শেষ করেছি।’’
এর আগেও বিদেশী ক্রিকেটারদের থেকে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার আক্ষেপ করেছিলেন আরিফুল। গতকালও সেই কথাই শোনালেন,‘‘আমরা যদি রাকিমের থেকে ফুল সার্ভিসটা পেতাম। মানজি যদি পুরো আসরটা ভালো খেলত। পল স্টারর্লিং থেকে সার্ভিসটা পেতাম…ওরা কিন্তু ফ্রাঞ্চাইজি আসরগুলোতে বড় নাম। কিন্তু তারা কেউই ভালো করতে পারেনি।’’
৩০ জানুয়ারি সিলেটের শেষ ম্যাচ চিটাগং কিংসের বিপক্ষে। ম্যাচটা সিলেটের জন্য গুরুত্বহীন হলেও চিটাগং কিংসের প্লে অফ নিশ্চিতের জন্য অনেক গুরুত্বের।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
এবারের চ্যাম্পিয়নস ট্রফিই হবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্য শেষ—এমন একটা সম্ভাবনা মোটামুটি প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল। তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও অবসর নিয়ে নিজেদের কোনো ভাবনার কথা জানাননি সাবেক দুই অধিনায়ক। চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল বেশ খারাপ।
আরও পড়ুনবদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে মুশফিক শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাঁদের অবসর নিয়ে কথাবার্তা তাই আরও বেশি হচ্ছে।
এ নিয়ে কোনো আলাপ হয়েছে কি না, জানতে চাওয়া হয় আজ বোর্ড সভার পর। জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব—ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’
বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন