করনীতির ধারাবাহিকতার ওপর জোর দিলেন বিশেষজ্ঞরা
Published: 27th, January 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের ওপর এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেছেন, করনীতি বারবার পরিবর্তন হলে ব্যবসায়িক পরিকল্পনা যথাযথভাবে করা যায় না। বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির স্বার্থে করনীতির ধারাবাহিকতা থাকা দরকার। কোনো পরিবর্তনের চিন্তা থাকলে তার জন্য অংশীজনের সঙ্গে সংলাপ এবং অনেক আগে থেকে ঘোষণা দেওয়া জরুরি। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে এর আয়োজন করে।
সরকার গঠিত এনবিআর সংস্কার কমিটির সদস্য এবং সংস্থাটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, তাদের রিপোর্ট জমা দেওয়ার কোনো সময়সীমা দেওয়া হয়নি। তারা অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট দিয়েছেন এবং চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের। তিনি মনে করেন, এনবিআর সংস্কারে প্রথম দরকার নীতি এবং প্রশাসন আলাদা করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিজিটাইজেশন। তাঁর মতে, এনবিআরকে ক্ষমতায়িত করতে হলে সংস্থাটিকে স্বাধীন করতে হবে।
সংস্কার কমিটির সদস্য এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান ড.
সংস্কার কমিটির সদস্য এবং এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান অর্থ পাচার প্রতিরোধ ও উৎসে করহার যৌক্তিকীকরণের ওপর জোর দেন। কমিটির আরেক সদস্য এবং এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন কার্যকর করহার অনেক বেশি বলে মন্তব্য করেন। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ নীতির ধারাবাহিকতার ওপর জোর দেন। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের প্রয়োজনীতা তুলে ধরেন।
বৈঠকে উপস্থাপনা করেন আইসিএবির সিইও শুভাশীষ বসু। স্বাগত বক্তব্য দেন আইসিএবি সভাপতি মারিয়া হাওলাদার। ইআরএফের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের সভাপতি দৌলত আক্তার মালা। আলোচকদের মধ্যে ছিলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবির ও জামাল উদ্দিন আহমেদ, এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: করন ত ন ত র ধ র ব হ কত কম ট র র ওপর ব যবস
এছাড়াও পড়ুন:
তীব্র আপত্তির মুখেই লোকসভায় ওয়াক্ফ বিল পাস, রাজ্যসভায় উঠছে আজই
দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বিতর্ক শেষে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাস হলো বহুল আলোচিত–সমালোচিত ওয়াক্ফ (সংশোধন) বিল। আজ বৃহস্পতিবার বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ করা হবে।
কেন্দ্রীয় সংখ্যালঘু–বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল বুধবার লোকসভায় ওয়াক্ফ (সংশোধন) বিল পেশ করেছিলেন। বিলটির ওপর মধ্যরাত অবধি বিতর্ক চলার পর তা পাস হয়। বিলের পক্ষে ভোট পড়ে ২৮৮টি। বিপক্ষে ২৩২।
কিরেন রিজিজু ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ উত্থাপনের পরপরই এ নিয়ে লোকসভা অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন, এই বিল সংবিধানের মৌলিক কাঠামোর ওপরে আঘাত। এটির মাধ্যমে সরকার সংবিধান দুর্বল, সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদাহানি, ভারতীয় সমাজকে বিভক্ত ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটাধিকার বঞ্চিত করতে চায়।
সম্প্রতি সড়কে মুসলিমদের নামাজ আদায় করতে না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কংগ্রেসের এই নেতা প্রশ্ন করেন, ‘আপনাদের কয়জন সংখ্যালঘু এমপি রয়েছে?’
এই বিল সংবিধানের মৌলিক কাঠামোর ওপরে আঘাত। এটির মাধ্যমে সরকার সংবিধান দুর্বল, সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদাহানি, ভারতীয় সমাজকে বিভক্ত ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটাধিকারবঞ্চিত করতে চায়।গৌরব গগৈ, লোকসভায় কংগ্রেসের উপনেতাইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেন, কোনো ধর্মীয় কাজে বা মসজিদের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করা কখনো এ বিলের উদ্দেশ্য নয়।
এদিকে বিরোধী সংসদ সদস্যদের ওয়াকআউটের মধ্যে গতকাল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫ পাস করে রাজ্যসভা। পরে এদিনের মতো এ সভার অধিবেশন মুলতবি হয়ে যায়।
ওয়াক্ফ বিল নিয়ে কেন দেশজুড়ে সমালোচনা
বিলের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটি হলো, এখানে একজন অমুসলিমকে ওয়াক্ফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিতর্কিত ধারা অনুযায়ী রাজ্যগুলোর ওয়াক্ফ বোর্ডে নিজ নিজ রাজ্য সরকার অন্তত দুজন অমুসলিমকে নিয়োগ দিতে পারবে, একজন ডিসি বিতর্কিত সম্পত্তিকে ওয়াক্ফ হিসেবে নির্ধারণ বা সরকারের মালিকানায় হস্তান্তর করার ক্ষমতা পাবেন।
বিলের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটি হলো, এখানে একজন অমুসলিমকে ওয়াক্ফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ওয়াক্ফ সম্পত্তি হলো সেই স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যা আল্লাহর নামে নিবেদিত। পুরোনো আইন অনুযায়ী, কোনো সম্পত্তি ওয়াক্ফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াক্ফ বোর্ড। নতুন বিলে সেই অধিকার দেওয়া হয়েছে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তাকে।
এ ছাড়া ওয়াক্ফ বোর্ডে সুন্নি মুসলিমদের পাশাপাশি শিয়া, বোহরা, আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদেরও রাখার প্রস্তাব করা হয়েছে। দেশের সব ওয়াক্ফ সম্পত্তি পোর্টালের মাধ্যমে নথিভুক্ত করানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
ভারতে ওয়াক্ফ আইন প্রথম পাস করা হয় ১৯৫৪ সালে। ১৯৯৫ সালে সেটি সংশোধন করে ওয়াক্ফ বোর্ডের ক্ষমতা বৃদ্ধি করা হয়। সেই থেকে বিজেপির অভিযোগ, ওয়াক্ফের বিপুল সম্পত্তি একটি নির্দিষ্ট গোষ্ঠী ভোগ করছে।