Samakal:
2025-04-25@06:08:40 GMT

বিতর্কমুখর সারাদিন

Published: 27th, January 2025 GMT

বিতর্কমুখর সারাদিন

গাজীপুরে স্কুল-কলেজ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিতর্ককে এগিয়ে নিতে কাজ করছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এরই ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি গাজীপুরের ১৭টি প্রতিষ্ঠানকে একত্র করে দিনব্যাপী আয়োজন করা হয় বিতর্ক কর্মশালা, প্রতীতি বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংগঠনিক আলোচনা। 
সুহৃদ সমাবেশের সার্বিক সহযোগিতায় ও প্রতীতি বিতর্ক সংঘের আয়োজনে কর্মশালায় সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক ও বারোয়ারি বিতর্ক নিয়ে আলোকপাত করেন বিতর্ক প্রশিক্ষকরা। সনাতনী বিতর্কের প্রশিক্ষণ দেন– স্টামফোর্ড ডিবেট ফোরামের সাবেক সভাপতি মো.

শফিকুল ইসলাম, সংসদীয় বিতর্কের প্রশিক্ষক সাকিব মাহমুদ ও বারোয়ারি বিতর্কের প্রশিক্ষক স্টেট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা আবু সালেহ মুসা। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সমকাল পত্রিকার জ্যেষ্ঠ সহসম্পাদক মো. আসাদুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের সহকারী শিক্ষক দিলরুবা আমজাদ, সহকারী শিক্ষক দীপা রানী সাহা, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. আবু তাহের ও প্রভাষক কৃষিবিদ মফিজুল ইসলাম নাফিজ।
বিতর্ক নিয়ে বিভিন্ন সেশনের পাশাপাশি অতিথিরা বিতর্কের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। কর্মশালা শেষে প্রশিক্ষক ও অতিথিদের সম্মাননা দেওয়া হয়। পরে সাংগঠনিক আলোচনায় অংশ নেন টঙ্গীর সুহৃদরা। সভায় এ বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়; যা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন সুহৃদরা।
নতুন কমিটি গঠন
অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা সুহৃদ নির্বাচিত হয় গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের সুমাইয়া তালুকদার। তাকে পুরস্কার দেন প্রতীতি বিতর্ক সংঘের 
উপদেষ্টা অ্যাডভোকেট মীর পারভেজ। এরপর ঘোষণা করা হয় সমকাল সুহৃদ সমাবেশ টঙ্গী সরকারি কলেজ শাখার কার্যনির্বাহী কমিটি। কমিটিতে সভাপতি মনোনীত হয় সুমাইয়া আক্তার, সহসভাপতি পদে জান্নাত মুহসিনা ও জুলেখা আক্তার নওশীন, সাধারণ সম্পাদক পদে তুলি ইয়াসমিন দিনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিথিলা আক্তার ও জান্নাত। 
কমিটির অন্য সদস্যরা হলো– সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রহমান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক অজয় বৈদ্য, দপ্তর সম্পাদক রেজা মৌসুমি, সহ-দপ্তর সম্পাদক মোছা. নাদিয়া আক্তার প্রমি, অর্থ সম্পাদক বাবলি আক্তার, সহ-অর্থ সম্পাদক সুমাইয়া মম, প্রচার সম্পাদক মারজানা আক্তার ইলা, বিজ্ঞান ও প্রযুক্তি  সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সিয়াম সরদার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী দীপা, সহ-সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান ঊর্মি, সাহিত্য সম্পাদক কামরুন্নাহার কেয়া, সহ-সাহিত্য সম্পাদক খাদিজা আক্তার ইলা, নারীবিষয়ক সম্পাদক কামরুন নাহার সাথী, সহ-নারীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান সিফা, পাঠচক্র সম্পাদক তিশা, সহ-পাঠচক্র সম্পাদক ইয়াসিন, আপ্যায়ন সম্পাদক মোছা. সামিয়া আক্তার, ক্রীড়া সম্পাদক দুর্জয়, সহ-ক্রীড়া সম্পাদক কান্তা, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইসরাত, পরিবেশবিষয়ক সম্পাদক আরদিনা আনতুম অন্তি, সহ-পরিবেশবিষয়ক সম্পাদক নুর। কার্যনির্বাহী সদস্যরা হলো– পরাগ, আব্দুর রহিম, আবু সাঈদ, নুসরাত জাহান ঊর্মি v
আহ্বায়ক সুহৃদ সমাবেশ, টঙ্গী

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম গঠন ক

এছাড়াও পড়ুন:

আইসিসি-এসিসির ইভেন্টেও ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে শঙ্কা

ভারতের জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পর্যটকসহ অন্তত ২৬জন নিহত হয়েছেন। পাকিস্তানের দিক থেকে হামলা করার অভিযোগ তোলা হচ্ছে। সন্ত্রাসী এই হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও অবনতি হয়েছে। ক্রিকেট সম্পর্কেও তিক্ততার ছোঁয়া লেগেছে।

এরই মধ্যে জানা গেছে, ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটে কোন ধরনের সিরিজ খেলবে না তারা। গুঞ্জন ছড়িয়েছে- পাকিস্তানের বিপক্ষে ভারত আইসিসি ও এসিসির ইভেন্টেও খেলতে চায় না। বিষয়টি পরিষ্কার করে বিসিসিআই চিঠি দিয়েছে আইসিসি ও এসিসিকে (এশিয়া ক্রিকেট কাউন্সিল)।

বিষয়টি নিয়ে বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজিব শুকলা জানিয়েছেন, এমন কোন চিঠি দেওয়া হয়নি। তবে এক্ষেত্রে বোর্ড ভারত সরকারের দেওয়া নির্দেশনা অনুসরণ করবে। বিসিসিআই-এর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসি ও এসিসির ইভেন্টে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রাখা বিষয়ক একটি খবর তিনিও পেয়েছেন। তবে নিশ্চিত করতে পারেননি। বিষয়টি সংবেদনশীল হিসেবে দেখছে বিসিসিআই।

চলতি বছরে আইসিসি ও এসিসির দুটি ইভেন্ট আছে। একটি সেপ্টেম্বরে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। অন্যটি সেপ্টেম্বর-অক্টোবরের নারী ওয়ানডে বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টেরই আয়োজক বিসিসিআই। এর মধ্যে ছেলেদের এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। সেটি শ্রীলঙ্কা নাকি আরব  আমিরাত তা এখনো চূড়ান্ত হয়নি। নারী বিশ্বকাপে পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার বিষয়টি আগেই চূড়ান্ত করা হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজের মতো বড় ইভেন্টেও ভারত-পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি। এই যেমন- চার বছরের জন্য এসিসি এশিয়া কাপের সম্প্রচার স্বর্ত বিক্রি করেছে ১৭০ মিলিয়ন ডলার বা দুই হাজার কোটি টাকা। এশিয়া কাপের প্রতি আসরে ভারত-পাকিস্তান অন্তত দু’বার মুখোমুখি হবে ধরেই এতো টাকায় বিক্রি করা হয়েছে এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব।

আইসিসি কিংবা এসিসির ইভেন্টে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে কিনা তা আগামী মাসে জানা যেতে পারে। হাইব্রিড বা নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠেয় আগামী সেপ্টেম্বরের এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি মে মাসে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন টুর্নামেন্ট ও সূচি ঘোষণা ঝুলে যাওয়ার শঙ্কা বেশি। 

সম্পর্কিত নিবন্ধ