ফতুল্লার কুতুব এলাকায় মো. রাহিম আহমেদের পাইকারী চালের দোকানের তালা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।

শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় তুষারধারা এভিনিউ রোডের বিসমিল্লাহ এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মো. রাহিম আহমেদ ফতুল্লা থানায় বাদী হয়ে একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দোকান মালিক রাহিম শনিবার রাত ১০ টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। কিন্তু রাত সাড়ে তিনটায় একদল ডাকাত মিনি পিকআপ যোগে ৮জনের একটি ডাকাত দল তালা ভেঙে ৮ মিনিটের মধ্যে ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল নিয়ে যায়। এসময় ক্যাশে থাকা ২ লাখ টাকাও নিয়ে যায় ডাকাত দল।

মো.

রাহিম জানান, সকালে দোকানের সাটার খোলা দেখে আমরা বুজতে পারি দোকানে ডাকাতি হয়েছে। এরপর এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ চেক করে দেখি ৮ জনের একটি ডাকাত দল রাত সাড়ে ৩টায় তালা ভেঙে ৮ মিনিটের মধ্যে দোকানের সব চালের বস্তা নিয়ে যায়। তিনি আরও বলেন আমাদের ক্যাশে থাকা ২ লাখ টাকাও তারা নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ডাকাতদল একটি সঙ্ঘবদ্ধ চক্র হতে পারে। 

 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সরকার লক্ষ্যে স্থির থাকতে পারছে না: মোহাম্মদ জকারিয়া

নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকারিয়া বলেছেন, অনেকেই এখন গণ–অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে। সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না। জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আজ সোমবার এবি পার্টির গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জকারিয়া এ কথা বলেন। রমজানের প্রথম দিন থেকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ ইফতার কার্যক্রম শুরু হয়েছে।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাবের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ