Samakal:
2025-03-03@20:25:00 GMT

সুহৃদ উৎসবের প্রস্তুতি

Published: 27th, January 2025 GMT

সুহৃদ উৎসবের প্রস্তুতি

প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে ‘সুহৃদ উৎসব’ আয়োজন করবে পাবনার ঈশ্বরদীর সুহৃদরা। আগামী ২২ ফেব্রুয়ারি পাকশীর পদ্মা নদীর পারে নবনির্মিত রূপপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশে এবার সুহৃদ উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজন সফল করতে ইতোমধ্যে সুহৃদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবুকে আহ্বায়ক ও সুহৃদ সভাপতি আর.

কে. বাবুকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে অনুষ্ঠান উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম বাবু। সভায় সুহৃদ সমাবেশের কার্যক্রমকে আরও বেগবান করতে বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি শিক্ষামূলক আয়োজনের বিষয়ে অনেকে গুরুত্বারোপ করেন। বছরের শুরুতে সারা বছরের কাজের পরিকল্পনা এবং সে অনুযায়ী একটি তালিকা তৈরি করার কথা উঠে আসে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেন। এ ছাড়া কেন্দ্রীয় সুহৃদ সমাবেশের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়া বিষয়টি আলোচনা হয়। সভার সভাপতি বিষয়গুলো বিবেচনার জন্য উপস্থাপন করেন এবং ধারাবাহিকভাবে আলোচ্য বিষয়গুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়। প্রস্তুতি সভায় প্রধান আলোচনার বিষয় ছিল সুহৃদ উৎসব। উৎসব সফল করতে সবার প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হয় সভা।
উপস্থিত ছিলেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর.কে. বাবু, কার্যকরী সভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক দুর্জয় ইসলাম লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ফিরোজ আহমেদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম রূপম, নির্বাহী সদস্য নাজমুল হক রঞ্জন, আল-আমিন হোসেন রাজীব প্রমুখ। v   
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ উৎসব ল ইসল ম

এছাড়াও পড়ুন:

মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’

মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবে ৬৩ জেলা হতে নির্বাচিত ১৬ নাটক নিয়ে ঢাকায় জাতীয় নাট্যশালায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে উৎসবের শেষ দিনে (শুক্রবার) মঞ্চায়ন করা হয় নাটক ‘ইংগিত’।

‘ইংগিত’র নাট্য ভাবনা, পরিকল্পনা, আলো ও নির্দেশনায় ছিলেন সুবীর মহাজন। সহকারী নির্দেশনায় আছাদ বিন রহমান ও পরিবেশনায় ছিল বান্দরবান পার্বত্য জেলা শিল্পকলা একাডেমি। বান্দরবানের বসবাসরত বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মানুষ এত অংশ নেন।

নাটকের গল্পে দেখা যায়, পারিপার্শ্বিক অবস্থার কারণে তরুণদের বড় একটি অংশ হতাশায় নিমজ্জিত। অথচ তারুণ্যই বারবার পথ খুঁজে দিয়েছে। বহুভাষার মানুষের জেলা বান্দরবানের এক তরুণ বর্তমানের নানা পারিপার্শ্বিকতায় ক্লান্ত হয়ে যখন ঘুমের রাজ্যে, ঠিক তখন তার চোখ জুড়ে ফিরে আসে শৈশব-কৈশোর। ক্লান্ত শরীর তাকে ফিরিয়ে নিয়ে আসে বাস্তবে। স্বপ্নের ঘোরে সে ঘুরে বেড়ায় প্রকৃতির রাজ্য বান্দরবানে, যেখানে রয়েছে জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় বিশাল ভাণ্ডার। ঘুম তাকে ফিরিয়ে দেয় সোনালী সময়। যখন বর্তমানে ফিরে আসে নানা জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে। সিস্টেম নামে এক জগদ্দল পাথর সরাতে চায় সে। পাহাড় আর সমতলকে সাংস্কৃতিক বৈচিত্র্যতার এক সুতায় মেলবন্ধন ঘটাতে যে বদ্ধ পরিকর।

১৫ দিনব্যাপী কর্মশালার মধ্যে দিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • অস্কার: সেরা সিনেমা ‘আনোরা’
  • সেরা সিনেমা ‘আনোরা’
  • টিএসসিতে সংগীত উৎসব
  • রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল
  • মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’