প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে ‘সুহৃদ উৎসব’ আয়োজন করবে পাবনার ঈশ্বরদীর সুহৃদরা। আগামী ২২ ফেব্রুয়ারি পাকশীর পদ্মা নদীর পারে নবনির্মিত রূপপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশে এবার সুহৃদ উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজন সফল করতে ইতোমধ্যে সুহৃদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবুকে আহ্বায়ক ও সুহৃদ সভাপতি আর.
সম্প্রতি স্থানীয় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে অনুষ্ঠান উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম বাবু। সভায় সুহৃদ সমাবেশের কার্যক্রমকে আরও বেগবান করতে বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি শিক্ষামূলক আয়োজনের বিষয়ে অনেকে গুরুত্বারোপ করেন। বছরের শুরুতে সারা বছরের কাজের পরিকল্পনা এবং সে অনুযায়ী একটি তালিকা তৈরি করার কথা উঠে আসে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেন। এ ছাড়া কেন্দ্রীয় সুহৃদ সমাবেশের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়া বিষয়টি আলোচনা হয়। সভার সভাপতি বিষয়গুলো বিবেচনার জন্য উপস্থাপন করেন এবং ধারাবাহিকভাবে আলোচ্য বিষয়গুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়। প্রস্তুতি সভায় প্রধান আলোচনার বিষয় ছিল সুহৃদ উৎসব। উৎসব সফল করতে সবার প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হয় সভা।
উপস্থিত ছিলেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর.কে. বাবু, কার্যকরী সভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক দুর্জয় ইসলাম লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ফিরোজ আহমেদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম রূপম, নির্বাহী সদস্য নাজমুল হক রঞ্জন, আল-আমিন হোসেন রাজীব প্রমুখ। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ উৎসব ল ইসল ম
এছাড়াও পড়ুন:
কানাডার টরেন্টোতে বাংলা বর্ষবরণ উৎসব
উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩২। কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলনমেলায়।
স্থানীয় সময় রোববার দুপুর ১টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয় শপার্স ওয়ার্ল্ড এর পার্কিং লট থেকে। এসময় প্রচুর সংখ্যক অভিবাসী বাঙালি পায়ে হেঁটে টায়রা এভিনিউ ধরে সমবেত হন ডেন্টনিয়া পার্ক শহীদ মিনার পাদদেশে।
টরেন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা ডেন্টোনিয়া পার্কে বৈশাখের রঙ, ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। এদিন শিশু কিশোরদের হাতে মুখ ও মুখোশ নিয়ে ছিল বৈশাখী মঙ্গলশোভা যাত্রা।
আয়োজকরা জানান, নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুলে ধরাই ছিল বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য।