দেশেই বড় পরিসরে ওষুধের কাঁচামাল তৈরির উদ্যোগ
Published: 27th, January 2025 GMT
আমদানিনির্ভরতা কমাতে দেশেই বড় পরিসরে ওষুধের কাঁচামাল উৎপাদনের পরিকল্পনা করেছে বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ জন্য উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। তারা ২০১৮ সালের নীতিমালা বাস্তবায়ন ও নমনীয় সুদে ঋণ চান।
গত ১৮ নভেম্বর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে এমন লিখিত প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিষয়টি নিয়ে কাজ করছেন তারা।
খাত-সংশ্লিষ্টরা বলছেন, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) এবং রোগ নির্ণয়ে ব্যবহৃত রিএজেন্ট উৎপাদনে জৈব ও অজৈব ক্ষুদ্র অণু উৎপাদনের প্রায় ৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর। মূলত চীন, ভারত ও কোরিয়া থেকে এগুলো আনা হয়। এতে বছরে খরচ প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা। দেশে বড় পরিসরে ওষুধের কাঁচামাল উৎপাদন শুরু হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের কাঁচামাল পাবে দেশ।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য বলছে, দেশে অন্তত ১১টি উৎপাদন প্রতিষ্ঠান বর্তমানে এপিআই উৎপাদন করছে। এই খাতে বিনিয়োগ বাড়লে দেশের অন্তত ৫০ শতাংশ চাহিদা স্থানীয়ভাবে মেটানো সম্ভব। ২০১৭ সালে স্থানীয় উৎপাদকরা ৪১টি এপিআই মলিকিউল এবং রিএজেন্ট তৈরি করতে সক্ষম হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এপিআই স্থানীয় উৎপাদন উৎসাহিত করে আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানির উদ্দেশ্যে এই প্রণোদনার ঘোষণা করে সরকার। ২০১৮ সালে এ বিষয়ে একটি নীতিমালা করা হয়। এতে ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল উৎপাদনকারীকে ২০৩২ সাল পর্যন্ত আয়কর রেয়াত সুবিধা দেওয়া হয়। তবে এই সুবিধা নিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নানা শর্ত জুড়ে দেয়। শর্তের জালে আটকে যায় প্রণোদনা সুবিধা। ২০১৮ নীতিমালা হলেও এনবিআর প্রজ্ঞাপন জারি করে ২০২১ সালের শেষে।
এনবিআর বলছে, যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে এপিআই ও গবেষণাগারের রিএজেন্ট উৎপাদন করছে, তাদের জন্যও ২০১৬ সালের ১ জুলাই থেকে কর রেয়াত প্রযোজ্য হবে। গত সোমবার এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআর জানায়, ২০২২ সালের জুলাই থেকে ২০৩২ পর্যন্ত কর অবকাশ সুবিধা উপভোগ করার জন্য উৎপাদনকারীকে প্রতি বছর অন্তত ৫টি এপিআই ও গবেষণাগার রিএজেন্ট উৎপাদন করতে হবে। ৫টির কম এপিআই বা রিএজেন্ট উৎপাদন হলে সুবিধা মিলবে না।
দেশে ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি এস এম সাইফুর রহমান সমকালকে বলেন, ২০১৮ সালের ওষুধ নীতি অনুসারে বাংলাদেশে নিবন্ধিত এপিআই ও ল্যাবরেটরি বিকারক উৎপাদকদের রপ্তানিতে ২০ শতাংশ নগদ প্রণোদনা প্রদান ও স্বল্প শর্তে ঋণ দেওয়া হলে বিকাশ হবে এই শিল্পের। এ ছাড়া উৎপাদনে ক্রয় বিক্রি ভ্যাট ২০৩২ সাল পর্যন্ত মওকুফ করতে হবে। এপিআই মলিকিউল ও রিএজেন্ট উৎপাদকদের তাদের বার্ষিক মুনাফার কমপক্ষে ১ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করতে হবে; যাতে পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিক ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্তি বাড়ে।
গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম জামালউদ্দিন বলেন, চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদন করা হয়। তবে এর ৯৫ শতাংশ কাঁচামাল বাইরে থেকে আনতে হয়। স্থানীয়ভাবে উৎপাদন হলে খরচ কমবে এবং বৈশ্বিক বাজারে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা বাড়বে।
নিপ কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী বলেন, চীন ও ভারত সরকার স্বল্প সুদে ঋণ দেয়। গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি দেয়। ভারত সরকার ৬২টি প্রয়োজনীয় ওষুধের কাঁচামাল দেশে তৈরি বাধ্যবাধকতা করেছে। হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। চীনেরও এমন অনেক উদ্যোগ রয়েছে। এ ক্ষেত্রে আমাদের রাষ্ট্র অনেক পিছিয়ে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ম্যাচসেরার পুরস্কার কেউ পান ডিম, কেউ সিম
ম্যাচসেরার পুরস্কার এক বোতল শ্যাম্পেন। একসময় এ ঐতিহ্য ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের। সময়ের পালাবদলে এখন শ্যাম্পেনের জায়গায় ছোট্ট একটা ট্রফি। আর্লিং হলান্ডের শোকেসে নিশ্চয়ই এমন অনেক আছে। যদিও ম্যানচেস্টার সিটি তারকার সাবেক ক্লাব ব্রাইন এফকে একটু আলাদা। অদ্ভুত কিংবা অভিনবও বলতে পারেন। কারণ, গত রোববার নরওয়ের শীর্ষ লিগের এই ক্লাব ম্যাচসেরার পুরস্কার হিসেবে যা দিয়েছে, সাধারণত তা দিতে দেখা যায় না।
আরও পড়ুনম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে২ ঘণ্টা আগেচার ডজন ডিম। গতকাল ব্রাইনের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, শীতল মুখে চারটি ডিমের ট্রে হাতে দাঁড়িয়ে আছেন ক্লাবটির ডাচ গোলকিপার ইয়ান দে বোয়ের। ক্যাপশনে লেখা, ‘বোদো/গ্লিমটের বিপক্ষে ম্যাচসেরা ইয়ান দে বোয়ের দাদির পুরস্কার নিয়ে বাড়ি ফিরবে, যেটা এই ম্যাচে দেওয়া হয়েছে, স্টেইনসল্যান্ড অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে চার ট্রে ডিম।’
ব্রাইনের জন্য ম্যাচটি ছিল লিগ মৌসুম শুরুর। হেরেছে ১-০ গোলে, হারের ব্যবধান বাড়েনি ইয়ানের বিশ্বস্ত হাত দুটির কল্যাণে। বেশ কয়েকটি দুর্দান্ত সেভের পাশাপাশি পেনাল্টি সেভ করেন দ্বিতীয়ার্ধে।
প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে এত পুরস্কার থাকতে ডিম কেন? উত্তর, স্থানীয় কৃষির সঙ্গে সংশ্লিষ্টতা স্থাপনে ব্রাইনের একটি পদক্ষেপ। নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ব্রাইনে অবস্থিত ক্লাবটি এ শহরের নামেই। স্থানীয় কৃষিতে মাংস, দুধ ও ডিম উৎপাদন সর্বাধিক। কৃষির সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ক্লাবটির সমর্থকেরা ম্যাচে প্রায়ই গলা ফাটান, ‘আমরা কৃষক এবং এ জন্য গর্বিত’ স্লোগানে। মাঠের পাশে ট্রাক্টরে বসে ম্যাচ দেখার ‘ভিআইপি’ টিকিটের ব্যবস্থাও আছে।
আরও পড়ুনমেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা৭ ঘণ্টা আগেতবে ইয়ানের হাতে ডিমের ট্রে দেখে ব্রাইনের কোনো খেলোয়াড় আগামী সপ্তাহের ম্যাচে পুরস্কার হিসেবে ডিমের আশা করলে তাঁকে হতাশ হতে হবে। কারণ, ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ এপ্রিল ক্রিস্টিয়ানসান্দের বিপক্ষে ম্যাচে তাদের সেরা খেলোয়াড়কে স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক কার্টন দুধ দেওয়া হবে।
ফুটবলে অদ্ভুত পুরস্কার আগেও দেওয়া হয়েছে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগে মামেলোদি সানডাউনসের অধিনায়ক হেলম্ফো কেকানা ম্যাচসেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন ৫ জিবি মোবাইল ফোনের ডেটা। বিশাল এক স্মারক সিমও পেয়েছিলেন। সে বছরই আর্জেন্টিনিয়ান সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়ে ম্যাচসেরা হয়ে মুকুট পেয়েছিলেন রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানি। বার্গার কিংয়ের পক্ষ থেকে সেই মুকুট তাঁর মাথায় পরিয়েও দেওয়া হয়েছিল।
২০২০ সালে লিগ কাপের চতুর্থ রাউন্ডে ফুলহামের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচসেরা হন সাইদ বেনরাহমা। পুরস্কার? ভিডিও গেম ‘ক্রাশ ব্যান্ডিকোট ৪’–এর একটি কপি। এখানেই শেষ নয়।
২০১৯-২০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদে ধারে খেলাকালীন মাসসেরা হয়েছিলেন নরওয়ে ও আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। পুরস্কার হিসেবে পেয়েছিলেন স্থানীয় সুপারমার্কেটের সরবরাহ করা বিশাল একটি মাছ। ২০১৮ সালে স্কটিশ প্রিমিয়ার লিগে প্যাট্রিক থিসল ক্লাবের কনোর স্যামন ডান্ডির বিপক্ষে গোল করে স্পনসরদের কাছ থেকে পেয়েছিলেন বড় সাইজের একটা পিৎজা।
ডিম এই তালিকায় হয়তো নবতর সংযোজন।