এটাকেই সম্ভবত বলে মানুষ তার স্বপ্নের সমান বড়! বলছিলাম হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার মিচেল ওয়েনের কথা। ২০১৫ সালে তিনি ছিলেন হোবার্টের কড়া ভক্ত। ১০ বছর পর তার সেঞ্চুরিতে ভর করেই হোবার্ট জিতলো বিগ ব্যাশ লিগে তাদের প্রথম শিরোপা।

তিনি শিরোপা জয়ের স্বপ্নের দৌড়ের ব্যাটনটা ঠিকভাবেই বহন করে এনেছেন। কেবল বহন করেই আনেননি, সেটাকে পৌঁছে দিয়েছেন কাঙ্খিত গন্তব্যে। প্রথম শিরোপা জয়ের শোকেস পর্যন্ত।

আজ সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫) অনুষ্ঠিত ফাইনালে সিডনি থান্ডার আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮২ রান করে। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ওয়েনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে মাত্র ১৪.

১ ওভারেই জিতে যায় হোবার্ট। ওয়েন মাত্র ১৬ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৩৯ বলে। যেখানে তিনি ৬টি চারের পাশাপাশি ১০টি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৪২ বলে ৬টি চার ও ১১ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তখন হোবার্টের রান ছিল ১০.১ ওভারে ১৩৯। অর্থাৎ ওয়েন দলের জয়ের ভিত দারুণভাবে গড়ে দিয়ে যান।তাইতো ম্যাচ শেষে ওয়েন বলেছেন, ‘‘সত্যিই অবিশ্বাস্য লাগছে। এখানে আসতে পারা, আমার নামের স্লোগান শুনতে পাওয়া, অবিশ্বাস্য লাগছে। তবে খুবই দারুণ ব্যাপারটা। আমি খুবই কৃতজ্ঞ এগুলোর জন্য।’’

আরো পড়ুন:

১৩ বছর পর ঘরোয়া ক্রিকেট খেলতে মাঠে নামছেন কোহলি

দুর্নামের মাঝেই প্লে’অফের দৌড়ে দুর্বার রাজশাহী

‘‘আমি আসলে চেয়েছি এই শিরোপাটা জিততে। আউট হওয়ায় হতাশ হয়েছি। আমি চেয়েছিলাম উইনিং রান নিতে। তাহলে আমাকে ডাগআউটে টেনশন নিয়ে, নার্ভাস হয়ে কিছু সময় বসে থাকতে হতো না। তবে এটা আমার জন্য সত্যিই খুবই বিশেষ একটা বিষয়। কারণ, এটা ছিল আমার শৈশবের স্বপ্ন। সেটা পূরণ হওয়ায় সবার কাছে আমি কৃতজ্ঞ।’’

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এই কঠিন সময়ে ঐক্য ধরে রাখা প্রয়োজন: ঢাবি উপাচার্য

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির ঐক্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান।

উপাচার্য বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। এক অর্থে জাতির জন্য এটি একটি ক্রান্তিকাল। এই সময়ে আমাদের ঐক্য ধরে রাখা একান্তই প্রয়োজন।’

আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে নিয়াজ আহমেদ খান এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য পরম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও মমতার দিন। এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাঁদের সেই চূড়ান্ত আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে।

নিয়াজ আহমেদ খান বলেন, যুগে যুগে ও প্রজন্ম থেকে প্রজন্মে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ করেছে এবং সাহস জুগিয়েছে। সেই ধারাবাহিকতায় জাতি ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।

উপাচার্য আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আজও জাতির ঐক্য ধরে রাখার পথে একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। একই সঙ্গে ১৯৫২, ১৯৬৮, ১৯৬৯, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন–সংগ্রামে যাঁরা রক্ত ও জীবন দিয়ে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করেছেন, তাঁদের সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৫২ থেকে ২০২৪—এর প্রতিটি দিন ও ঘটনাপ্রবাহ জাতির মৌলিক পরিচয়ের মাইলফলক। এর কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। এ ইতিহাসই যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, আর বর্তমান সময়ে সেই ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন।

সম্পর্কিত নিবন্ধ