পীরগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
Published: 27th, January 2025 GMT
রংপুর-ঢাকা মহাসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মোজাহিদ (১৭) ও হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমান রানু (৩৫) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। জামতলায় বিপরীত দিক দিয়ে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে এলে সংর্ঘষ ঘটে। এতে পাঁচগাছির ইউনিয়নের কদমতলী বাজারের আতোয়ারের ছেলে মোজাহিদ (১৭) ঘটনাস্থলে ও উপজেলা সদরের ওসমানপুরের আব্দুস কুদ্দুস ছেলে আনিছুর রহমান রানুর (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আরো পড়ুন:
‘যানজট-দূষণ রোধে গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে’
বরিশালে অটোরিকশার চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ
উপজেলা সদরের ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাঁচগাছি ইউনিয়নের কদমতলী বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা/আমিরুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন প রগঞ জ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে যানজট নিরসনে কাজ করছে যুবদল
সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করেছে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে শিক্ষার্থীদের সুশৃংখলভাবে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় ট্রাফিকের ভূমিকা পালন করেছে মহানগর যুবদলের ২নং সদস্য মো: শহিদুল ইসলামের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা।
এসময় যুবদলের নেতাকর্মীরা সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহন যাতে যানজট সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে কাজ করেছেন। পাশাপাশি সড়কের পাশের ফুটপাতে যেন ছোট-খাটো দোকানপাট বসিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য কাজ করে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২নং সদস্য মো: শহিদুল ইসলামের নেতৃত্বে ১নং ওয়ার্ড যুবদল নেতা মো: সোহাগ, মো: রুবেল, মো: হাসান ও শাহ আলমসহ নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এবং ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মো: সোহেল, আলম ও রুবেলসহ নেতাকর্মীরা কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে কাজ করেন।
যুবদল নেতা মো: শহিদুল বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে এসএসসি পরীক্ষার্থীদের সুশৃংখলভাবে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে কাজ করেছি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেনসহ প্রমূখ।
উল্লেখ্য, এবার সিদ্ধিরগঞ্জের ১০টি বিদ্যালয়ের প্রায় ১ হাজার ২৩৪ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।