সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজসহ উভয় পক্ষেরর চারজন আহত হন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারালী মোড়ে ঘটনাটি ঘটে। 

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুজা মন্ডল আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছেন।

বিএনপি নেতারা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে বিএনপির দুই পক্ষ মিছিল ও সমাবেশ শুরু করে সোমবার বিকেল ৪টা থেকে। উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডা.

শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি পক্ষ কাকশিয়ালী ব্রিজের পশ্চিমপাশে জড়ো হয়ে মিছিল নিয়ে তারালী মোড়ে এসে সমাবেশ শুরু করে। এসময় থানা বিএনপির আহ্বায়ক শেখ নুরুজ্জামান, সদস্য সচিব চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান পাড় ও এসএম বাবুর পক্ষের নেতাকর্মীরা তারালী মোড়ে অবস্থিত উপজেলা বিএনপি অফিস থেকে মিছিল নিয়ে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এসময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। পরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ক্ষুব্ধ নেতাকর্মীরা এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতদের মধ্যে পজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ রয়েছেন।  

আরো পড়ুন:

১৪৪ ধারা জারি করায় অন্যস্থানে বিএনপির সমাবেশ

পাবনার সুজানগর
বিএনপির দুই পক্ষের সমাবেশ: ১৪৪ ধারা জারি

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে যান কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ মৃধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ইউএনও সন্ধ্যা ৬টা থেকে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন। 

ইউএনও অনুজা মন্ডল বলেন, “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। উপজেলা সদরে মাইকিং করা হয়েছে। বিষয়টি কালিগঞ্জ থানার ওসিকে মোবাইলে ও পরে চিঠি দিয়ে জানানো হয়েছে।” 

কালিগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, “১৪৪ ধারা জারি হয়েছে বিষয়টি আমার জানা নেই। তবে দুই পক্ষ এখন শান্ত রয়েছে।”

গত ৭ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত চিঠিতে তারালী ও চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে ওই কমিটি বিলুপ্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে থাকে তারালী ও চাম্পাফুল ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের দোসরকে নিয়ে কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ করতে থাকেন তারা। 

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১৪৪ ধ র স ঘর ষ ব এনপ আহত ন ত কর ম ল ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন’র অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত

অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন এর কার্যকরী কমিটি ২০২৫-২০২৭ইং মেয়াদের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটিতে যোগ্য নেতৃত্ব দেওয়ায় সভাপতি মনোনিত হয়েছেন প্রবীর কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি- মোহাম্মদ ফায়েজুর রহমান ভূঞা, সহ-সভাপতি- আলী আকবর ভূইয়া, সহ-সভাপতি- মোঃ খালেদ হোসেন অপু ও সহ-সভাপতি- মোঃ মুুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্য-নির্বাহী সদস্য পদে নির্বাচিত বাকী ১৩ জন হলেন আলহাজ্ব মোঃ সাইদুর রহমান মোল্লা, মোঃ হাবিব ইব্রাহিম বাবুল, মোঃ মাহফুজুর রহমান খাঁন (মাহফুজ), মোঃ নেছারউদ্দিন মোল্লা, আলহাজ্ব মেজবাহ উদ্দিন চৌধুরী, মোঃ ফরহাদ রানা, মোঃ নিজাম মুন্সি, মির্জা ইমরান হোসেন, মোহাম্মদ মুসা, ননী গোপাল সাহা, সুভাষ চন্দ্র ধর, মোঃ শাহ আলম সিদ্দিকী ও প্রনব কুমার সাহা।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা শনিবার ২৬ এপ্রিল ২০২৫ইং বেলা ২.০০ ঘটিকায় কার্যকরী কমিটির ১৮ জনের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।

এসময় নির্বাচন বোর্ডের সদস্য মোঃ শাহেদ মাহমুদ শাজাহান ও দিলীপ ঘোষ এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান রহমতউল্লাহ ফারুক ও নির্বাচন আপিল বোর্ডের সদস্য জনাব মোঃ মজিবর রহমান শিকদার ও জনাব রাজিব কুমার সাহা উপস্থিত ছিলেন এছাড়াও নির্বাচন বোর্ডের সচিব মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে ১৮টি পদের বিপরীতে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগহ করেন এবং ১৮জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। এরপর যাচাই-বাছাই করে সকলের মনোনয়নপত্র বৈধ্য পাওয়ায় ১৮ জনকেই চুড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।

বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৮নং অনুচ্ছেদ এবং সংঘ বিধির ১৭ (৫) (ক) ধারা অনুযায়ী জেনারেল গ্রুপ হতে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপ হতে ৬ জন সর্বমোট ১৮ জন কার্য-নির্বাহী সদস্য (২০২৫-২০২৭) হিসেবে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোঃ আমির হোসেন বাদশা মিয়া।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মুদি দোকানে যৌন উত্তেজক ঔষধ, জরিমানা
  • মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু
  • কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, গ্রেপ্তার ৫
  • রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের কর্মচারী নিহত, নারী সহকর্মীসহ আহত ২
  • বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন’র অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত
  • ৩শ’ শয্যা হাসপাতালের রোগীদের সেবায় জেলা প্রশাসনের হুইল চেয়ার বিতরণ
  • নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
  • বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে