চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় টোল নিতে দেরি হওয়ায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে থাকলেও রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম নাজমুল মোস্তফা আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন।

সেসময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তার টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

এবিষয়ে জানতে চাইলে শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, এখানে গুরুতর কোনও ঘটনা ঘটেনি। শুক্রবার দুপুরে গাড়ির চাপ বেশি ছিল। এসময় এক ব্যক্তি (বিএনপির নেতা) টোলের বুথে প্রবেশ করে টোলকর্মীকে বকাঝকা করেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি। শুনেছি এসময় গাড়িবহরে সিটি মেয়র অপেক্ষামান ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে নাজমুল মোস্তফা আমিনের বক্তব্য পাওয়া না গেলেও চট্টগ্রাম সিটি মেয়র ডা.

শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, এসময় আমার কোনও গাড়িবহর ছিল না। আমার শুধু একটি ফোর্স ছিল, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল। দুপুরে টোল প্লাজায় জ্যাম দেখে আমি গাড়ি থেকে নেমে হেঁটে পাশের মসজিদে চলে যাই। দ্রুত সময়ে কীভাবে টোল আদায় করা সম্ভব সে বিষয়েও আমি সংশ্লিষ্টদের কাজ করতে আহ্বা‌ন জানাই।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ন ত ট লকর ম ব এনপ র কর ম র

এছাড়াও পড়ুন:

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। 

এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, আজকে আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস যেখানে নবীজি (সাঃ) নামাজ আদায় করেছেন, যা মুসলমানদের জন্য সর্বোচ্চ পবিত্র ভূমি।

আজকে সেখানে বর্বর ইহুদিরা পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের আলোকে মুসলিম ভূমিতে এসে দখলদারিত্ব করছে। ইজরায়েলি সন্ত্রাসীদের হাতে ফিলিস্তিনের লাখো মানুষ শহীদ হয়েছে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু করার রয়েছে। ইজরায়েলিদের যেসকল পণ্য রয়েছে সেগুলো আমরা বয়কট করবো। 

এসময় নেতৃবৃন্দ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবী করেন। এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়। 

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক, সহ-সাধারন সম্পাদক আশরাফুল আলম, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা আবীর, ৬নং ওয়ার্ড নেতা আহাদ, ১০নং ওয়ার্ডের রায়হান, তোলারাম কলেজ শাখার নেতা কামরুল হাসান, আরিয়ান, নারায়ণগঞ্জ কলেজ নেতা আবীর সহ সাব্বির, রাব্বী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহ
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
  • গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪
  • সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য  সংগঠকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্টেডফাস্ট কর্মী নিহত, আহত ১ 
  • ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ
  • ফতুল্লায় ডাইং কারখানায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ৩
  • সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৪
  • রূপগঞ্জে ৩ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার