ঢাকার সাভারের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) সাংবাদিক সমিতির (নিসাস) আয়োজনে ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নিসাসের নতুন কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার নয়ারহাট এলাকায় ক্যাম্পাস অডিটোরিয়ামে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই ওরিয়েন্টেশন হয়। এতে সাংবাদিকতায় আগ্রহী শতাধিক নবীন শিক্ষার্থী যোগ দেন।

নিটার পরিচালক অধ্যাপক ড.

আশেকুল আলম রানা, লেকচারার মো. রেদওয়ানুল ইসলাম, প্রসেনজিৎ সেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সাংবাদিক জোবদুল হক মারা গেছেন

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা দস্তগীর বরখাস্ত

অনুষ্ঠানে নিসাস সভাপতি ফাহিম আলমের সভাপতিত্বে ও শামীমাতুস সাবাহ্ মুগ্ধর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির জ্যেষ্ঠ সহ-সম্পাদক নাজমুল হোসেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির, গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সানজিদা জান্নাত, নিসাস সাধারণ সম্পাদক মো. রুবায়েত রশীদ, দপ্তর সম্পাদক লাবিবা সালওয়া ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আশেকুল আলম রানা বলেন, “ক্যাম্পাসের প্রতিটি অংশীজনের বক্তব্য তুলে ধরতে ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তবে সাংবাদিকতায় অবশ্যই বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে তথ্যবহুল খবর প্রচার করতে হবে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা সাংবাদিকতায় আগ্রহের কথা জানিয়ে বক্তব্য দেন। ফারদিন আহমেদ সাজিদ নামে এক শিক্ষার্থী বলেন, “বাবার জোরাজুরিতে খবর দেখতাম, পড়তাম। নিজেরও সাংবাদিকতা নিয়ে আগ্রহ ছিল। ক্যাম্পাসে আসার পর নিসাস আমাদের আহ্বান জানায়। আমি নিজে সাংবাদিকতার মধ্য দিয়ে ক্যাম্পাসকে তুলে ধরতে চাই।”

এছাড়া মাহমুদ আল আবছার শায়ের নামে আরেক শিক্ষার্থী বলেন, “সাংবাদিকরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে, তথ্য রাখে ও প্রচার করে, সেটি আমাকে খুবই আলোড়িত করে। একইভাবে আমিও তথ্য প্রচার করতে সাংবাদিকতায় আগ্রহ প্রকাশ করি। সেজন্যই নিসাসের সঙ্গে যুক্ত হয়েছি।”

ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে নিসাসের চতুর্থ কার্যকরি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি ফাহিম আলম। নতুন কমিটির সভাপতি হয়েছেন মো. রুবায়েত রশীদ, সহ-সভাপতি নবনীতা ঘোষ স্বপ্নীল, সাধারণ সম্পাদক লাবিবা সালওয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিঠুন দাস মিঠু, দপ্তর সম্পাদক সিফার হায়দার শিবিব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোবাশ্বির রফিক, সহ-দপ্তর সম্পাদক উম্মে জান্নাত জেসি, সহ-সাংগাঠনিক সম্পাদক সাব্রিন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত কাদির মাহিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীমাতুস সাবাহ্ মুগ্ধ, কোষাধ্যক্ষ নাফিস ইরাম।

এছাড়া কার্যকরি সদস্য হয়েছেন এম এম মোহতাসীম শাহরিয়ার, অপরাজিতা অর্পা, লতিফুর রহমান লিহাদ, আবিদা সুলতানা এশা এবং সাংগঠনিক সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন সামিহা জান্নাত, অঙ্কিতা পোদ্দার, আফরোজা আলম তানি, তাসমিয়া নওশিন দীপিতা।

ঢাকা/সাব্বির/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব দ কত য় ইসল ম

এছাড়াও পড়ুন:

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।

সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।

সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।

দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪

সম্পর্কিত নিবন্ধ