দুর্নামের মাঝেই প্লে’অফের দৌড়ে দুর্বার রাজাশাহী
Published: 27th, January 2025 GMT
আহসান ভাটিকে ছক্কা হাঁকিয়ে বাউন্ডারি পার করলেন রায়ান বার্ল। সঙ্গে সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের রান টপকে যায় দুর্বার রাজশাহী। ড্রেসিংরুমের সামনে অধিনায়ক তাসকিন আহমেদকে জড়িয়ে সতীর্থরা মেতে ওঠেন উদযাপনে।
একটু বাড়তি উদযাপন তো করার কথাই। ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে না দিতে পারার দুর্নামের মাঝে টানা দুই জয়ে শেষ চারের দৌড়ে টিকে রইলো রাজশাহী। ১২ ম্যাচে দলটি পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে।
দুই ম্যাচ বাকি থাকা খুলনা টাইগার্স যদি শেষ দুই ম্যাচের একটিতে হারে প্লে’অফে চলে যাবে রাজশাহী। তিন ম্যাচ বাকি থাকা চিটাগং কিংস আছে চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১০। প্লে’অফের দুটি স্থানের জন্য লড়াই করবে খুলনা-চিটাগং-রাজশাহী। আগেই নিশ্চিত করেছে রংপুর-বরিশাল। ১০ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ঢাকার সম্ভাবনা নেই বললেই চলে।
আরো পড়ুন:
প্লে’অফের দৌড়ে রাজশাহীর সামনে সুবর্ণ সুযোগ
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’—বলছেন মালান
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১৭ রান করে সিলেট। তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখে ১৯ বল আগেই ম্যাচ জিতে রাজশাহী।
৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন রায়ান বার্ল। ২টি ছক্কা ও ৫টি চারে সাজান ইনিংস। ব্যাটিং বিপর্যয়ের পর আকবরকে সঙ্গে নিয়ে খেলার হাল ধরেন বার্ল। আকবর ৪৩ রান করে আউট হন শেষ মুহুর্তে। সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন তানজীম হাসান সাকিব-জন রস।
এর আগে শেষ তিন ওভারে ৪১ রান নিয়ে শতরান পার হতে পারে প্লে’অফ থেকে ছিটকে যাওয়া সিলেট।
১১ বলে ১টি ছয় ও ২টি চারের মারে সুমন খান ২০ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া আহসান ভাটি ২১ বলে ২৫ ও জাকির হাসান ২৫ বলে ২৪ রান করেন। জাকের আলী ১৮ বলে ১৭ রান করেন।
শুরু থেকে উইকেটের মিছিলে বিপর্যস্ত ছিল সিলেট। ৭২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। চার ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেনে এসএম মেহরব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে উচ্চ মাত্রার এই শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর-রয়টার্স
এতদিন যুক্তরাষ্ট্রে আমদানিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর ৮৪০ কোটি ডলারের মতো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে যার বেশিরভাগ তৈরি পোশাক । গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল ৭৩৪ কোটি ডলার।
কোন দেশের জন্য কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প: বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে তা উল্লেখ করে, এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেসব দেশে কত শতাংশ শুল্ক আরোপ করল সেই তালিকা তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের পণ্যের ওপর ২৯ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ, মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, লাওসের পণ্যে ৪৮ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ: একইসঙ্গে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতেই ‘আজ খুব ভালো খবর’ থাকবে বলে জানান। ট্রাম্প তার বক্তব্যে আজকের এই দিনকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। আজকের দিনটি আমেরিকান শিল্পের ‘পুনর্জন্ম’। আমেরিকাকে ‘আবার সম্পদশালী’ করার দিন।
ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনও ‘বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়’। দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয়, তার ৮০ শতাংশের বেশি সে দেশে বিক্রি হয়। আর জাপানে যেসব গাড়ি বিক্রি হয়, সেগুলোর ৯০ শতাংশের বেশি সে দেশে তৈরি হয়। এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুব সামান্য। ফোর্ড অন্যান্য দেশে খুব কম গাড়ি বিক্রি করে উল্লেখ করে ট্রাম্প বলেন, অন্য যে দেশে তৈরি মোটরযানের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে এবং এটা আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে। অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে। অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে।