আমরা রংহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে চাই: ইসি সানাউল্লাহ
Published: 27th, January 2025 GMT
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ রংহীন স্বচ্ছ পাত্রের মতো কাজ করতে চায়। আপনারা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের রংহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে হবে। আমরা সমাজে বাস করি। আমাদের আত্মীয়স্বজন, বিভিন্ন মত-পথের পার্থক্য থাকতে পারে। তবে সেটা যেন আমাদের পেশাদারিত্বকে প্রভাবিত করতে না পারে।
সোমবার বেলা ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে নতুন ভোটার ও উপস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক, দ্বৈত ভোটার এগুলো নতুন ভোটার তালিকায় বাদ দেওয়া হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে- আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রংপুর) আজিজুল ইসলাম, জেলা নির্বাচন এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আইপিএলে আজ অনন্য কীর্তি গড়তে পারেন কোহলি
ছক্কার রাজা ক্রিস গেইল আইপিএলেও সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন (৩৫৭টি)। সবচেয়ে বেশি চার মেরেছেন শিখর ধাওয়ান (৭৬৮)।
তবে চার-ছক্কা মিলিয়ে সবার ওপরে বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সব মৌসুম খেলা ‘কিং কোহলি’ এখন পর্যন্ত বাউন্ডারি মেরেছেন ৯৯৮টি।
বুঝতেই পারছেন, আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ বাউন্ডারি থেকে কোহলি মাত্র দুটি শট দূরে। সেই মাইলফলকে তিনি আজই পৌঁছে যেতে পারেন।
আজ রাতে নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির হয়ে ওপেনিংয়ে ব্যাট করা কোহলি হাজার বাউন্ডারির মাইলফলক ছুঁতে পারেন পাওয়ারপ্লেতেই।
গত বছর আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক (৭৪১) কোহলি এবারও বেশ ছন্দে আছেন। বেঙ্গালুরুর হয়ে প্রথম চার ম্যাচে ৫৪.৬৬ গড়ে করেছেন ১৬৪ রান। ফিফটি আছে দুটি। ৯৭৭ বাউন্ডারি নিয়ে আইপিএলের ১৮তম আসরে খেলতে নামা কোহলি মেরেছেন আরও ১৫টি চার ও ৬টি ছক্কা।
৩৬ বছর বয়সী এই রানমেশিন এবারের আইপিএলেই স্বীকৃত টি-টোয়েন্টিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে ১২৮ ছক্কা মেরে আইপিএলের এক ভেন্যুতে সর্বোচ্চ ছক্কায় ক্রিস গেইলের রেকর্ডও (১২৭) ভেঙেছেন। একই ভেন্যুতে আজ দুটি বাউন্ডারি মারলেই আরেকটি কীর্তি গড়ে ফেলবেন কোহলি।
আরও পড়ুনকোন ওষুধে কাজ হচ্ছে কোহলির বেঙ্গালুরুর০৮ এপ্রিল ২০২৫আইপিএলে সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডটা অনেক আগে থেকেই কোহলির। ৯২০ বাউন্ডারি মেরে দুইয়ে থাকা শিখর ধাওয়ান গত বছর খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন।
আইপিএলে চার–ছক্কায় কোহলিকে অদূর ভবিষ্যতে কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না