মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। আটক রাহুল উদ্দিন (২১) ভারতের ত্রিপুরা জেলার ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নম্বর গ্রামের গিয়াস মিয়ার ছেলে।
সোমবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপির সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক মো.
রাহুলকে আটকের আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাংলাদেশি নাগরিক মো. রাজু আহমেদ (২৫) পালিয়ে যান।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ভারতীয় নাগরিক বিভিন্ন সময় ভারত হতে পাচারকৃত চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত। অনেকদিন ধরে আটক ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচারের অভিযোগে আইনি ব্যবস্থার জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাড়ির অদূরে যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আহত
প্রতীকী ছবি