‘নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ’
Published: 27th, January 2025 GMT
নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন।
সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুরের হাইমচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
কেন্দ্রীয় সমন্বয়ক মো.
আরো পড়ুন:
ওসি-এসি ও প্রো-ভিসির পদত্যাগ চেয়ে আলটিমেটাম ৭ কলেজ শিক্ষার্থীদের
সুনামগঞ্জ-সিলেট সড়কে সুবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
তিনি আরো বলেন, ‘‘যদি কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি, লুটতরাজ, ইভটিজিংসহ সামাজিক কোনো অন্যায় কাজ করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দিন।’’
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি সাজ্জাদ হোসাইন ইউনুছ বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সুসম্পর্কের মাধ্যমে তৈরি হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। যেখানে থাকবে না কোনো বৈষম্য। বাংলাদেশ হবে উন্নত, স্থিতিশীল রাষ্ট্র। যে রাষ্ট্রের সকলে সমান অধিকার প্রয়োগ করতে পারবে।’’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান মকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহমুদুল হাসান তিতাস, কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি হাইমচর প্রতিনিধি আজিজুল হক রাজু, বিল্লাল হোসেন সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাইমচরের সমন্বয়ক আহসান হাবীব, মিরাজ হোসেন, মো. হারিস, জাহিদ পাটোয়ারী, জাহিদ কোতোয়াল প্রমুখ।
ঢাকা/জয়/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিস্তারিত আসছে…
ঢাকা/হাসান/ইভা