টাকা না থাকলে দল নেবেন না, সিম্পল: মালান
Published: 27th, January 2025 GMT
চলতি বিপিএল শুরু হয়েছিল বেশ ইতিবাচকভাবে। তারকা কম থাকলেও মিরপুরের উইকেটে রান হচ্ছিল। ম্যাচ দেখতে দর্শকদের ভিড় ছিল। বিতর্ক শুরুতে যা ছিল তা বুথে টিকিট না পাওয়া নিয়ে।
এরপর শুরু হয় আসল বিতর্ক। বিপিএলের তো বটেই বাংলাদেশের ক্রিকেটের এমনকি বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন করেছে এমন বিতর্ক সৃষ্টি হয়েছে বিপিএলে। দুর্বার রাজশাহী পারিশ্রমিক দিতে পারছে না ক্রিকেটার ও স্টাফদের। যে কারণে ম্যাচ বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।
শুধু রাজশাহী নয় পারিশ্রমিক নিয়ে ঝামেলা আছে চট্টগ্রাম কিংসেও। তারাও সব ক্রিকেটারকে নিয়ম মেনে অর্থ পরিশোধ করেনি। আবার সাত দলের মধ্যে বিসিবিকে ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজি।
এসব বিতর্কের মধ্যে বিপিএল নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন ফরচুন বরিশালে খেলা ইংলিশ ব্যাটার ডেভিড মালান। তার মতে, কারো যদি পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য না থাকে তার ফ্র্যাঞ্চাইজি নেওয়ার দরকার কী?
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ৩৭ বলে ৬৩ রান করে বরিশালকে ম্যাচ জেতানো মালান বলেন, ‘কারও টাকা না থাকলে তিনি দল নেবেন না, খুব সিম্পল। এটাই হওয়া উচিত।’
তবে বরিশালে বিদেশিদের পারিশ্রমিক নিয়ে ঝামেলা নেই বলেও মন্তব্য করেন মালান। বিপিএলে পারিশ্রমিক বিতর্ক থামবে এমনই আশা তার, ‘টুর্নামেন্ট যাই হোক, মৌলিক বিষয় ঠিক রাখা উচিত। আমাদের কাজ খেলা, মালিকের কাজ আমাদের টাকা দেওয়া। এভাবেই এতোগুলো লিগ হচ্ছে। সহজ হিসাব। আশা করি, সামনে এই সমস্যা থাকবে না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকতে বলল ডিএমপি
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবিদাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে যখন-তখন সড়ক অবরোধ করছে। এতে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত। যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্ত চেষ্টা করছে। কারণে-অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো।