বন্দরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিচয়ে নিরীহ দোকানীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক প্রতারকের বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এরূপ ঘটনার সত্যতা পাওয়া গেছে। 

এ ঘটনায় বন্দরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি বাদী হয়ে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, আমি ইতি (৩৫), পিতা- মোঃ আব্দুর রব খান, সাং- উপজেলা ভূমি বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, আপনার বন্দর থানায় হাজির হয়ে অজ্ঞাতানামা বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করছি যে, আমি উপজেলা পরিষদে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত আছি। 

সোমবার সকাল অনুমান ১১টায় আমার দায়িত্বরত উপজেলার অধীনস্থ কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কাউসার আমাকে মোবাইল ফোনে জানান যে, অজ্ঞাতনামা একটি মোবাইল নাম্বার ০১৮৬০-৪৯২৫৭৭ হতে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাসুম এর নিকট ফোন করে নিজেকে বন্দর উপজেলা পরিষদের এসিল্যান্ড হিসেবে পরিচয় দেয় এবং ইউনিয়ন পরিষদ হতে স্থানীয় একটি বেকারীতে গ্রাম পুলিশ পাঠানোর কথা বলে।

সে সময় ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ হতে গ্রাম পুলিশ মঞ্জুকে পাঠায়। গ্রাম পুলিশ মঞ্জুর মোবাইল নাম্বার ০১৮৪৫- ৬১৫৯৪৪ এ উক্ত অজ্ঞাতনামা ব্যাক্তি কথাবার্তা বলে এবং গ্রাম পুলিশ মঞ্জুকে দিয়ে প্রথমে বেকারীর লোকজনদের সাথে কথাবার্তা বলে এবং পরবর্তীতে তাকে বন্দর থানাধীন সাবদি বাজারস্থ একটি মিষ্টির দোকানে যেতে বলে। 

অজ্ঞাতামা ব্যক্তি মিষ্টির দোকানদারের সঙ্গে কথাবার্তা বলা শেষ হলে উক্ত মিষ্টির দোকানদার গ্রাম পুলিশ মঞ্জুর নিকট নগদ ৭৮০০/- টাকা প্রদান করেন। পরবর্তীতে নিজেকে এসিল্যান্ড হিসেবে পরিচয় প্রদানকারী অজ্ঞাতনামা ব্যক্তি গ্রাম পুলিশ মঞ্জুকে একটি বিকাশ নাম্বার ০১৮৬০-৪৯১৮৩৩ দেয় এবং গ্রাম পুলিশ মঞ্জু  বিকাশের দোকান হতে উক্ত নাম্বারে ৭৮০০/- টাকা পাঠিয়ে দেয়। উক্ত বাক্তি মঞ্জুকে দিয়া আরো কয়েকটি দোকানে এইভাবে টাকা নেয়ার চেষ্টা করলে এক পর্যায়ে বিষয়টি তাদের সন্দেহ হয় এবং আমাকে উক্ত বিষয় জানায়। 

অজ্ঞাতনামা কে বা কারা মোবাইলে ফোন করে নিজেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে প্রতরণার মাধ্যমে টাকা পয়সা আত্মসাৎ করেছে। পরবর্তীতে তাদের নিকট হতে ঘটনার বিস্তারিত বিবরণ শুনে বিষয়টি বন্দর উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় লোকজনদের সঙ্গে আলোচনা করতে থানায় ও অভিযোগ দায়ের করে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কল গ ছ য় উপজ ল

এছাড়াও পড়ুন:

মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট

ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।

ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে। মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।

এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ খেলা মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • এক মাসের ছুটিতে মেয়েরা, কোচ চেয়েছিলেন ‘ছোট্ট বিরতি’
  • অনিয়মের অভিযোগে কুবির রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি
  •  ফতুল্লায় নারী প্রতারক বিথীর খপ্পড়ে পড়ে নিঃস্ব যুবক
  • ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স-যুক্ত
  • কেয়া গ্রুপে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
  • ‘আমাকে কয়েক সপ্তাহ সময় দিন,’ বললেন ইংল্যান্ড কোচ ম্যাককালাম
  • ইবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক
  • মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট
  • নতুন দলের পরবর্তী কর্মকাণ্ডের দিকে দৃষ্টি সব দলের
  • বাড়তে পারে তাপমাত্রা, ঝরতে পারে বৃষ্টি