বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে রেলওয়ের  লিজকৃত পুকুর থেকে ৩ লাখ টাকা বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ  মতিন, ইব্রাহিম ও জীবনগং এর বিরুদ্ধে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা  পশ্চিম হাজীপুর এলাকায় এ মাছ লুটের ঘটনাটি ঘটে। 

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত লিজকৃত মালিক মো. নাদিম মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে উল্লেখিত ৩ জনসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানা ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন তিনি। এদিকে বন্দর থানা পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার ২০৪ নং সালেহনগর এলাকার মোতালিব মিয়ার ছেলে নাদিম মিয়া নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি রেলওয়ে কর্তৃক লীজকৃত ব্যক্তি মানিক মিয়ার নিকট হইতে গত ৮ জানুয়ারি তিনশত টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে পুকুরের বাৎসরিক ভাড়া এবং পুকুরের মাছ সহ মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদান সাপেক্ষে একটি ভাড়া চুক্তি সম্পাদন করেন। 

পরবর্তীতে পুকুরে মাছ চাষের উপযোগী করার জন্য ১লাখ টাকা খরচ করে এবং পুনরায় দেড় লাখ ৎ টাকার মাছ পুকুরে ছেড়ে মাছ চাষ করাকালীন সময়ে সোমবার সকালে বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার মৃত সাফি প্রধানের ছেলে মতিন একই এলাকার মৃত আবুল কালাম মিয়ার ইব্রাহিম মিয়া, রুহুল আমিন মিয়ার ছেলে জীবন একই এলাকার মৃত জব্বার মিঞা মিয়ার ইয়ানুর, একই এলাকার সাবু  মিয়ার ছেলে জাকির ও আক্কাস মিয়ার ছেলে শাহআলম সহ অজ্ঞাতনামা আরোও ১০/১৫ জন সন্ত্রাসী নাদিম মিয়ার চাষকৃত মাছ পুকুর হইতে প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। 

ওই সময় মৎস চাষি নাদিম বিবাদীদের বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমূখি আচরণসহ হত্যার হুমকি প্রদান করে। 

এছাড়াও বলেন পুকুর থেকে মাছ ধরতে না দিলে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলবে এবং আরও হুমকি প্রদান করে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে জানে মেরে লাশ গুম করে ফেলেবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র ম ত

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির প্রতিবাদ

সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মাস্ক, কাপড় হেলমেট মাথায় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তারই প্রতিবাদে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

সোমবার সকাল সাড়ে ৭ টায় হঠাৎ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এ মিছিল করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিকেল ৪টায় সোনারগাঁ পৌরসভার কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে বলতে শোনা যায়, জিয়ার সৈনিক এক হও লড়াই করো, হই হই রই রই নিষিদ্ধ ছাত্রলীগ গেলি কই।

জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তীতে সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের ব্যানারে কোন কর্মসূচি করতে দেখা গিয়েছে।  ভিডিওটিতে বলতে শোনা যায় নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই।

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, জামাত শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়। এসময় ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করতে প্রত্যেকেরই মুখে কালো মাস্ক, হেলমেট কিংবা কাপড় দিয়ে ঢাকা ছিল।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছেন ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করেছেন। অপর দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। 

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা যুবদলের আহবায়ক  মফিজুর রহমান সোহেল,সোনারগাঁও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের সাবেক  আহবায়ক ফরহাদ শিকদার,  শ্রমিকদলের আহবায়ক আবুল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবদল নেতা সালে মুসা,আল আমিন, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম,ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ জনি।
 

সম্পর্কিত নিবন্ধ