প্লে’অফের দৌড়ে দুর্বার রাজশাহীর সামনে দারুণ এক সুযোগ। নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্স মাত্র ১১৮ রানের লক্ষ্য দিতে পারে। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১৭ রান করে সিলেট। শেষ তিন ওভারে ৪১ রান নিয়ে শতরান পার হতে পারে প্লে’অফ থেকে ছিটকে যাওয়া সিলেট।

১১ বলে ১টি ছয় ও ২টি চারের মারে সুমন খান ২০ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া আহসান ভাটি ২১ বলে ২৫ ও জাকির হাসান ২৫ বলে ২৪ রান করেন। জাকের আলী ১৮ বলে ১৭ রান করেন।

আরো পড়ুন:

‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’—বলছেন মালান

এবার দুই বিদেশি নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে রাজশাহী

শুরু থেকে উইকেটের মিছিলে বিপর্যস্ত ছিল সিলেট। ৭২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। চার ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেনে এসএম মেহরব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

উল্লেখ্য, ১১ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান চতুর্থ স্থানে। আজ জিতলেই পয়েন্ট হবে ১২। আজ আগের ম্যাচে খুলনা টাইগার্স হেরে যাওয়ার তাদের পথ কিছুটা সুগম। বাকি থাকা দুই ম্যাচে খুলনা জিতলে তখন নেট রান রেটের হিসেব আসবে।

এ ছাড়া ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চিটাগং কিংসের অবস্থান তৃতীয় স্থানে। তাদের হাতে আছে আরও তিন ম্যাচ। রংপুরের সঙ্গে ফরচুন বরিশাল প্লে’অফ নিশ্চিত করেছে। বাকি থাকা দুটি স্থানের জন্য লড়াই করবে রাজশাহী-খুলনা-চিটাগং। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

ভিনির বিরুদ্ধে ফিফার তদন্ত, দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কা 

ব্রাজিলের এক প্রতিষ্ঠানের অভিযোগের প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে তদন্তে নেমেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। অভিযোগের সত্যতা মিললে দুই বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তরুণ ফুটবলার ভিনি।

সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়াসের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একাধিক পেশাদার ক্লাবের মালিকানার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে। তিনি নাকি ব্রাজিল ও পর্তুগালের ক্লাবের মালিকানার সঙ্গে যুক্ত আছেন। পেশাদার ফুটবলার একাধিক ক্লাবের মালিকানা নিলে তা স্বার্থ দ্বন্দ্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে বড় সাজা দেওয়ার এখতিয়ার রাখে ফিফা।

বিষয়টির বিস্তারিত জানিয়ে সংবাদ মাধ্যম উল্লেখ করেছে, ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ‘টাইবেরিস হোল্ডিং দো ব্রাজিল’ গত ৭ এপ্রিল ফিফার ফুটবল বিষয়ক নৈতিক কমিটির কাছে ভিনিসিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে- ভিনিসিয়াস ব্রাজিলের ‘অ্যাথলেটিক ক্লাব দে সাও জোয়াও দেল রেই’ এবং পর্তুগালের ‘আলভের্কা’ ক্লাবের সঙ্গে যুক্ত আছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- ভিনিসিয়াস তার বাবার প্রতিষ্ঠান ‘অল এজেন্সিয়ামেন্টো স্পোর্তিভো’র মাধ্যমে ক্লাবগুলো পরিচালনা করেন বা অর্থায়ন করেন। অর্থাৎ ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নাও থাকতে পারেন তিনি। তবে ফিফার নিয়মে বলা আছে- সরাসরি বা পরোক্ষভাবে একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কোন পেশাদার ফুটবলার।

বিষয়টি নিয়ে ফিফার বিধির ২০ ও ২২ নম্বর ধারায় বিস্তারিত বিবরণ দেওয়া আছে। ওই দুই ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। স্বার্থ দ্বন্দ্বের এই অভিযোগ প্রমাণিত হলে ভিনি সাজা পেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। যা দুই বছর পর্যন্ত হতে পারে। মার্কা দাবি করেছে, ফিফা এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

ভিনির বিরুদ্ধে স্বার্থ দ্বন্দ্বের খবর দেওয়ার সঙ্গে স্প্যানিশ আউটলেট মার্কা আরও একটি খবর দিয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে ভিনির। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ছিল তার। ওই চুক্তি বাড়িয়ে ২০৩০ সালের জুন পর্যন্ত করা হচ্ছে। এতে করে আপাতত ভিনির প্রতি সৌদি ক্লাবের আগ্রহের খবরটি চাপা পড়ছে। তিনি ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। 

সম্পর্কিত নিবন্ধ