জবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন
Published: 27th, January 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ষষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাসের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন এবং মানসিক প্রফুল্লতার জন্য খেলাধুলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন যত বেশি হবে, শিক্ষার্থীরা তত বেশি বিকশিত হবে।”
এবারের ষষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫ এ ছাত্রদের শাখায় ৩৮টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল এবং ছাত্রীদের শাখায় ১৪টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র্যাব
রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।
মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।