চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক জোবদুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন।
সাংবাদিক জোবদুল হক শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা দিয়ে ১৯৮৪ সালে সাংবাদিকতা শুরু করেন। পেশাগত দীর্ঘ জীবনে তিনি বাংলার বাণী ও যুগান্তরে কাজ করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ সাংবাদিক জোবদুল হক স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।
আরো পড়ুন:
সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা দস্তগীর বরখাস্ত
চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী সাংবাদিক এম সুলতান
ঢাকা/শিয়াম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট, ৯ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ
দুর্নীতি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার একটি ফ্ল্যাট জব্দ ও তার নয়টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রেজা আবেদনটি করেন। আবেদনে বলা হয়, সূচনার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ১ কোটি ৫৯ লাখ টাকার বেশি জমা আছে এবং তার ফ্ল্যাটটি শহরের উত্তরা এলাকায় অবস্থিত।
আবেদনে আরও বলা হয়, কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনার বিরুদ্ধে জ্ঞাত আয় থেকে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার সঙ্গে জড়িত ১৬টি ব্যাংক হিসাবে ৪ কোটি ২২ লাখ ৫৮ লাখ ৭৫ হাজার ১৯৩ টাকা সন্দেহজনক লেনদেনসহ অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে দুদক।
বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, সূচনা ওইসব অ্যাকাউন্ট থেকে ওই অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। তাই তাকে এ কাজ থেকে বিরত রাখার জন্য একটি আদেশ প্রয়োজন।
২০ জানুয়ারি বাহার, মেহেরুন্নেসা এবং তাহসিনের বিরুদ্ধে তিনটি পৃথক দুর্নীতির মামলা করে দুদক।
গত বছরের ১১ নভেম্বর একই আদালত এ কে এম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে তাহসীন বাহার সূচনা এবং ছেলে আইমন বাহারের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।