পারিশ্রমিক না পেয়ে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছিলেন। রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচে জিতেছে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী। গ্রুপের শেষ ম্যাচে রাজশাহী দুই বিদেশি নিয়ে খেলতে নেমেছে। ম্যাচে এসএম মেহরবের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ১১৭ রান করতে পেরেছে সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে সিলেটের জাকির হাসান, জাকের আলী ও আহসান ভাটিয়া সেট হয়েও ফিরে যান। জাকির ২৫ বলে ২৪ ও আহসান ২১ বলে ২৫ রান করেন। জাকের ১৮ বলে ১৭ রানের ইনিংস খেলেন। এছাড়া শেষে সুমন খান ২০ রান করেন।
সিলেটের অন্য ব্যাটাররা ব্যর্থ হন। সামিউল্লাহ সেনওয়ারির সঙ্গে আরিফুল হক ওপেনিংয়ে নেমে বিস্ময় উপহার দেন। তারা যথাক্রমে ৯ ও ৭ রান যোগ করেন। চারে নামা সাজ্জাদুল শূন্য করে ফিরে যান।
রাজশাহীর হয়ে এসএম মেহরব একাই ৪ উইকেট নিয়েছেন। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দেন। মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট। তাসকিন একটি ও আফগান পেসার আফতাব আলম ১ উইকেট নেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চবি অধ্যাপক
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এসএম নছরুল কদির।
মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নছরুল কাদিরকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
মহাসড়ক অবরোধ করে অপহৃত চবি শিক্ষার্থীদের মুক্তি দাবি
অনশনে অসুস্থ চবির ২ শিক্ষার্থী
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয় নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
চলতি বছরের ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয়জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চসিক।
গত ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীর আন্দোলনের মুখে গত ৬ ডিসেম্বর উপাচার্য অনুপম সেনের পদত্যাগের পর থেকেই গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল।
ঢাকা/মিজান/মেহেদী