উপাচার্যের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদ ঢাবি প্রশাসনের
Published: 27th, January 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যমুনা টেলিভিশনের একটি ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ‘ছাত্রদের কাছে দুঃখ প্রকাশের কিছু নেই, তারা বেয়াদব-ঢাবি উপাচার্য’ শীর্ষক অপপ্রচারের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের অপপ্রচার ও গুজবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রকৃতপক্ষে উপাচার্য বক্তব্যের কোন পর্যায়েই এ ধরনের উক্তি করেননি। এ ধরনের গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য ছাত্রসমাজসহ সব অংশীজনের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক শুরু
দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন তারা।
বিস্তারিত আসছে...